নীচে মাথা আর দু’পা শূন্যে , ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন ‘ঋ’
Last Updated:
advertisement
1/6

♦ বেশ কিছুদিন ধরে পর্দার আড়ালে থেকে গিয়েছিলেন তিনি ৷ বিগবস-এর প্রতিযোগী হওয়ার পর তাঁর হাতে খুব একটা কাজ ছিল না ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
2/6
♦ এ সম্পর্কে ‘ঋ’বা ‘ঋতুপর্ণা’জানিয়েছিলেন, বিভিন্ন ধরনের চরিত্রে তিনি অভিনয় করতে চান ৷ কিন্তু প্রযোজক থেকে পরিচালকরা তাঁকে একই ধরনের চরিত্রে অভিনয় করতে দেন ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
3/6
♦ সাহসী চরিত্র ছাড়া তাঁকে অন্য ধরনের চরিত্র দেওয়া হয় না বলে একটা সময় অভিযোগ তুলেছিলেন ঋতুপর্ণা ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
4/6
♦ তবে এখন পরিস্থিতিটা খানিক বদলেছে ৷ এই মুহূর্তে বেশ কিছু ধারাবাহিকে অন্য ধরনের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী ৷ সম্প্রতি তিনি অভিনয় করেছিলেন ‘খনার বচন’ ধারাবাহিকে ৷ এবং এখন অভিনয় করছেন ‘ত্রিনয়নী’ধারাবাহিকে ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
5/6
♦ এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি ৷ মাঝে মধ্যেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে শরীরচর্চার ছবি পোস্ট করেন ঋ ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
6/6
♦ এদিন তিনি শীর্ষাসন করার একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন ৷ ছবি: ফেসবুক ৷