Ritabhari Chakraborty : প্রেমিকের সঙ্গে ঋতাভরীর বিদেশ ভ্রমণের নানা মুহূর্ত! কেমন কাটল সময়, দেখুন ছবিতে
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Ritabhari Chakraborty : সময় পেলেই বাক্স প্যাঁটরা গুছিয়ে বেড়াতে যান। এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন দেশে ছুটি কাটাচ্ছেন তিনি।
advertisement
1/8

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর পায়ের তলায় সর্ষে। সময় পেলেই বাক্স প্যাঁটরা গুছিয়ে বেড়াতে যান। এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন দেশে ছুটি কাটাচ্ছেন তিনি।
advertisement
2/8
তবে ঋতাভরী এবার একা নন। তাঁর সঙ্গে গিয়েছেন তাঁর প্রেমিক তথাগত চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই নিজের লাভ লাইফের কথা প্রকাশ্যে আনেন ঋতাভরী। তথাগত পেশায় মনরোগ বিশেষজ্ঞ। এছাড়া গানও করেন তিনি।
advertisement
3/8
ইউরোপের দেশ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম ঋতাভরীর প্রথম গন্তব্যস্থল। কফি প্রেমী ঋতাভরী ঠিক মনের মতো ক্যাফে খুঁজে নিয়েছেন।
advertisement
4/8
পোস্টকার্ডস ফ্রম আমস্টারডাম। গোলাপি ফ্লোরাল ড্রেসের সঙ্গে গোলাপি সাইকেল। ঝুড়িতে একঝাঁক গোলাপি ফুল।
advertisement
5/8
ঠিক যেন বার্বি ডল। বিদেশে গিয়ে ঋতাভরীর ছবিগুলি দেখলে বেড়াতে যেতে চাইবে আপনার মনও।
advertisement
6/8
ঋতাভরীর প্রিয় ফুল। একঝাঁক হলুদ ফুল এই ছবিকে আরও উজ্জ্বল করে তুলেছে।
advertisement
7/8
বিদেশের রাস্তায় এক পশলা বৃষ্টি। এই ছবিটি ইউরোপের আর এক দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তোলা।
advertisement
8/8
বিদেশ ভ্রমণে একের পরে এক ছবি পোস্ট। ঋতাভরী এই ফোটোশ্যুটের জন্য বেছে নিয়েছেন গোলাপি ও সিলভারের একটি গাউন।