Ritabhari Chakraborty: হ্যালোউইনের সন্ধ্যায় ইনিই ছিলেন ঋতাভরীর সঙ্গী! অন্য মেজাজে ধরা দিলেন নায়িকা, রইল ছবি
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
হ্যালোইনে অন্য মেজাজে ধরা দিলেন ঋতাভরী চক্রবর্তী। হ্যালোইন সেলিব্রেশনের ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী৷
advertisement
1/5

হ্যালোউইনে অন্য মেজাজে ধরা দিলেন ঋতাভরী চক্রবর্তী। ৩১ অক্টোবর সারা উদযাপিত হয় হ্যালোউইন৷ গত কয়েক বছর ধরে হ্যালোইন বিশ্বব্যাপী উদযাপিত হয়৷
advertisement
2/5
এটি মূলত ইউরোপ এবং আমেরিকার উৎসব হলেও এখন এশিয়াতেও এটি উদযাপন করতে দেখা যায়। এদিন ভূত-পেত্নি থেকে সুপারহিরো কিংবা নানা বিখ্যাত চরিত্রে সেজে ওঠেন সকলে। অনেক ভারতীয়ও চুটিয়ে করেন এই বিশেষ উৎসবের সেলেব্রেশন।
advertisement
3/5
বহু সেলেব আজ হ্যালোইনের সাজে নিজেকে সাজিয়ে নিয়েছেন। পিছিয়ে নেই টলি-পাড়াও। রুশার পর এবার ঋতাভরীও সেজেছেন হ্যালোউইনের সাজে।
advertisement
4/5
হ্যালোউইন সেলিব্রেশনের ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী৷ ক্যাপশনে লিখেছেন 'হ্যাপি হ্যালোউইন' সঙ্গে ছিলেন অভিনেত্রীর দিদি চিত্রাঙ্গদাও।
advertisement
5/5
গোলাপি পরচুলা, কপালে স্বচ্ছ পাথরের সাজ, মানাসই গাউন পরে বসে ঋতাভরী, চারিদিক আলোয় আলোকিত। হ্যালোউইনের লুকে নজরকাড়া নায়িকা।