বাবাকে ঋণমুক্ত করতে রুপোলি দুনিয়ায় পদার্পণ, একই নায়িকার সঙ্গে করেছিলেন ১২টি ছবি; তবে সারা জীবন শুধু একটা আফসোসই করে গিয়েছেন এই অভিনেতা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ঋষি কাপুর নিজের কেরিয়ারের একাধিক হিট এবং সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন। নিজের প্রত্যেকটি চরিত্রের মাধ্যমে তিনি ভক্তদের হৃদয় জিতে নিয়েছিলেন। কিন্তু অভিনেতা সব সময় এটাই আফসোস করে গিয়েছেন যে, শুধুমাত্র এক ধরনের চরিত্রই করে গিয়েছেন তিনি।
advertisement
1/6

১৯৭৩ সালে ‘ববি’ ছবির হাত ধরে রুপোলি জগতে পদার্পণ করেছিলেন ঋষি কাপুর। সেই প্রথম ছবি থেকেই তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে, অভিনয়টা তাঁর রক্তেই রয়েছে। নিজের প্রথম ছবির হাত ধরেই রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি। নিজের কেরিয়ারে বেশিরভাগ ক্ষেত্রেই তিনি রোম্যান্টিক চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু সিনে দুনিয়ায় ঋষি কাপুরের প্রবেশ তাঁর বাবা রাজ কাপুরের জন্য একপ্রকার আশীর্বাদ হয়ে উঠেছিল।
advertisement
2/6
ঋষি কাপুর নিজের কেরিয়ারের একাধিক হিট এবং সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন। নিজের প্রত্যেকটি চরিত্রের মাধ্যমে তিনি ভক্তদের হৃদয় জিতে নিয়েছিলেন। কিন্তু অভিনেতা সব সময় এটাই আফসোস করে গিয়েছেন যে, শুধুমাত্র এক ধরনের চরিত্রই করে গিয়েছেন তিনি।
advertisement
3/6
নিজের একাধিক সাক্ষাৎকারে ঋষি কাপুর জানিয়েছেন যে, তিনি নাচতে পারতেন না। এমনিতেও তাঁর নাচের মতো চেহারা ছিল না। তবে তিনি কাজ করে গিয়েছেন আর মানুষও তাঁর কাজ পছন্দ করেছেন। আসলে ঋষি কাপুর এমন একটা সময় নিজের অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন, যখন ছিল অ্যাকশন ছবির যুগ। এদিকে সেই যুগে তিনি রোম্যান্টিক হিরো হিসেবে ফিল্মি দুনিয়ায় পদার্পণ করেছিলেন। কিন্তু তাঁর স্টাইল মন থেকে গ্রহণ করেছিলেন ভক্তরা।
advertisement
4/6
১৯৮৯ সালে ‘চাঁদনি’ ছবিতে অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে কাজ করেছিলেন ঋষি কাপুর। এই ছবিটি ব্যাপক সাফল্য পেয়েছিল। ওই ছবিতে শ্রীদেবীর সঙ্গে ঋষি কাপুরের জুটি ভক্তদের মনে ঠাঁই পেয়েছিল। ছবিতে ঋষি কাপুর অভিনীত রোহিত চরিত্রটি ব্যাপক ভাবে প্রশংসা কুড়িয়েছিল। ফলে রোম্যান্সের রাজা হয়ে উঠেছিলেন তিনি।
advertisement
5/6
তবে ছবির দুনিয়ায় ঋষি কাপুরের প্রবেশ কোনও ফিল্মি গল্পের থেকে কিছু কম নয়। আসলে যখন রাজ কাপুরের ছবি ‘মেরা নাম জোকার’ বক্স অফিসে মারাত্মক ভাবে ধরাশায়ী হয়েছিল, তখন রাজ কাপুরের মাথায় চেপে বসেছিল বিশাল অঙ্কের ঋণের বোঝা। আর এই পরিস্থিতিতে মুক্তি পেতেই ‘ববি’ ছবিটি তৈরি করেছিলেন রাজ কাপুর।
advertisement
6/6
আর রাজ কাপুরের ‘ববি’ ব্লকব্লাস্টার হিসেবে প্রমাণিত হয়েছিল। ছবিটি নির্মাণের বাজেট ছিল খুবই কম। তাই নায়কের চরিত্রে নিজের ছেলেকেই কাস্ট করেছিলেন রাজ কাপুর। এই পরিস্থিতিতে এটা বলা ভুল হবে না যে, বাবাকে ঋণমুক্ত করে আসল নায়কের ভূমিকায় পালন করেছিলেন ঋষি। কেরিয়ারের শুরুতে একই ধরনের চরিত্রেই বেশি দেখা যেত ঋষি কাপুরকে। বহু অভিনেত্রীর সঙ্গেই কাজ করেছেন, তবে বাস্তবজীবনের স্ত্রী নীতু কাপুরের সঙ্গেই শুধু ১২টি ছবিতে অভিনয় করেছেন তিনি।