Rimjhim Mitra: মাথায় সিঁদুর, কপালে চন্দন! এক বছরেই দ্বিতীয় বিয়ে! ফের রিমঝিম মিত্রের বিয়ের খবর ভাইরাল! বিরাট চমক
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Rimjhim Mitra: এপ্রিলের ১ তারিখে সকলকে বোকা বানাতে বিয়ের খবর পোস্ট করেছিলেন নায়িকা! তবে এবার কী সত্যি বিয়ে করলেন রিমঝিম? রয়েছে বিরাট চমক
advertisement
1/5

রিমঝিম মিত্র। টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। রিমঝিম ছোট পর্দা থেকে বড় পর্দা সবেতেই জনপ্রিয়। সম্প্রতি রিমঝিম মিত্রের বিয়ে নিয়ে বেশ শোরোগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার কারণ অবশ্য নায়িকা নিজেই। বিয়ের কথা তিনিই জানিয়েছিলেন। এবারও রয়েছে এক বিরাট চমক। photo source Facebook
advertisement
2/5
সত্যিই কী কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে নিলেন রিমঝিম? ১ এপ্রিল একটি ছবি পোস্ট করে জল্পনা বাড়িয়ে ছিলেন নায়িকা। photo source Facebook
advertisement
3/5
সেখানে তাঁকে দেখা গিয়েছিল মাথা ভর্তি সিঁদুর, বিয়ের সাজের একটি ছবি পোস্ট করে বিয়ের খবর জানাতে। যদিও পরে খোলসা হয় নায়িকা আসলে সকলকে বোকা বানিয়েছেন। কারণ সেই দিনটা ছিল এপ্রিলফুল ডে। তবে এবার কিন্তু বিষয়টা একদম আলাদা। photo source Facebook
advertisement
4/5
ফের মাথা ভর্তি সিঁদুর। চন্দন, শাখা পলা পরে ছবি পোস্ট করে রিমঝিম লেখেন, 'বছরের দ্বিতীয় বিয়ে।' তবে কী এবার সত্যিই বিয়ে করলেন তিনি? বহু মানুষ তাঁর পোস্টে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন নায়িকাকে। photo source Facebook
advertisement
5/5
তবে রিমঝিম কয়েকদিন আগেই জানিয়েছেন, এখনও বিয়ে নিয়ে তিনি ভাবছেন। বহু বছরের একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর বিয়ে থেকে আপাতত তিনি একশো হাত দুরে। তবে এবারের ছবি নিয়ে প্রশ্ন এলেও, সকলকে ফের নিরাশ করলেন নায়িকা। বিয়ে তিনি এখনই করছেন না। সব শ্যুটিংয়ের কারসাজি। photo source Facebook