TRENDING:

ঋদ্ধি  এবার পরিচালক, ছবি 'কোল্ডফায়ার' দেখানো হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে

Last Updated:
ঋদ্ধি সেনের মুকুটে এবারে নতুন পালক। নিজের অভিনয় দক্ষতার জায়গায় দাঁড়িয়ে তিনি যে অনেকের থেকেই হাজার গুণ এগিয়ে তা আর বলার অপেক্ষা রাখে না।এবার ঋদ্ধি সেন হাত পাকালেন পরিচালনায়।
advertisement
1/4
ঋদ্ধি  এবার পরিচালক, ছবি 'কোল্ডফায়ার' দেখানো হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে
ঋদ্ধি সেনের মুকুটে এবারে নতুন পালক। নিজের অভিনয় দক্ষতার জায়গায় দাঁড়িয়ে তিনি যে অনেকের থেকেই হাজার গুণ এগিয়ে তা আর বলার অপেক্ষা রাখে না।এবার ঋদ্ধি সেন হাত পাকালেন পরিচালনায়।
advertisement
2/4
নবারুণ ভট্টাচার্যের ছোটগল্প অবলম্বনে ঋদ্ধি সেনের এই ছোট ছবি 'কোল্ডফায়ার' । ২০২৯-এ রিয়েল এস্টেট জগতের জনপ্রিয় মুখ কে. পি সরকারের ( কৌশিক সেন ) কাছে 'কোল্ডফায়ার' নামের এক রহস্যময়ী গ্যাজেট বিক্রি করতে আসে জি.বি.(সোমক ঘোষ) নামের এক সেলস্ম্যান, তার বক্তব্য, যে মানুষের শেষকৃত্যকে আরো সমৃদ্ধ আর উন্নত করার জন্য আবিষ্কার করা হয়েছে 'কোল্ডফায়ার' । 'কোল্ডফায়ার' একটি ডিসটোপিয়ান ডার্ক কমেডি, যা বহুযুগ ধরে চলে আসা আমাদের সমাজের ক্লাস স্ট্রাগেলের কথা তুলে ধরে।
advertisement
3/4
লকডাউনের সময় থেকেই এই শর্ট ফিল্ম বানানোর পরিকল্পনা ছিল ঋদ্ধি সেনের। আর ঠিক সেই সময়কেই কাজে লাগিয়ে তাঁর প্রথম ছোট ছবি তৈরি করে ফেললেন তিনি। এবারে 'কোল্ডফায়ার' দেখানো হচ্ছে ২৬ তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'এ।
advertisement
4/4
শর্ট অ্যান্ড ডকুমেন্টারী প্যানোরামা ( নন কম্পেটেটিভে) সেকশনে দেখানো হবে এই ছবি। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কৌশিক সেন,সোমক সেন এবং গেস্ট অ্যাপিয়ারেন্সে থাকছেন রেশমি সেন। ছবির ডিওপি তিয়াস সেন, ছবির সঙ্গীত করেছেন প্রবুদ্ধ বন্দোপাধ্যায়।ছবির অ্যাসোসিয়েট ডিরেক্টর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সুরঙ্গনা বন্দোপাধ্যায়ও এই প্রজেক্টের পোশাক ও প্রোডাকশন ডিজাইনের মতোন গুরুত্ত্বপূর্ণ কাজের দায়িত্বে ছিলেন। আগামী ১১ জানুয়ারি কলকাতা ইনফরমেশন সেন্টারে ও পনেরোই জানোয়ারি শিশির মঞ্চে সকাল সেয়াা এগারোটা থেকে দেখা যাবে 'কোল্ডফায়ার'।
বাংলা খবর/ছবি/বিনোদন/
ঋদ্ধি  এবার পরিচালক, ছবি 'কোল্ডফায়ার' দেখানো হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল