Richa Chadha: মেদ ঝরিয়ে চনমনে- চাবুক ফিগার, রিচা চাড্ডার নতুন অবতারে ফিদা অনুরাগীরা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ওজন ঝরিয়ে ভক্তদের কাছে নতুন রূপে ধরা দিলেন অভিনেত্রী রিচা চাড্ডা
advertisement
1/8

ওজন ঝরিয়ে ভক্তদের কাছে নতুন রূপে ধরা দিলেন অভিনেত্রী রিচা চাড্ডা! ব্ল্যাক লেদারের স্কার্ট আর ডেনিম করসেট-এ লাস্যময়ী অভিনেত্রী
advertisement
2/8
রিচা বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, এবার তিনি ফ্যানেদের জন্য দিলেন স্বাস্থ্যকর ভাবে ওজন কমানোর বার্তাও।
advertisement
3/8
রিচা ইনস্টাগ্রামে লেখেন, ‘স্বাস্থ্যকর ভাবে ওজন ঝরালে পেশির ক্ষয় হয় না। যেমন এ ক্ষেত্রে আমার গ্লুটিয়স ম্যাক্সিমাস একই রকম রয়েছে।’
advertisement
4/8
আর পাঁচটা নায়িকার মতো অ্যাটিট্যুড নেই, একেবারে পাশের বাড়ির মেয়ে রীচা! সাইকেল চেপে এখনও বাড়ির কাছেপিঠে ঘুরে বেড়ান। মুখ ঢেকে উঠে পড়েন ট্রেনেও
advertisement
5/8
পরণে মোনোকিনি, ভেজা চুল, গা বেয়ে টপটপ করে পড়ছে জল! সিক্তবসনা রিচা চাড্ডাকে দেখে উত্তাপ চড়ছে নেটদুনিয়ার
advertisement
6/8
রিচা চড্ডার এই নতুন লুক-এ ফিদা অনুরাগীরা! মেদহীন চাবুকের মতো ফিগার, গলা থেকে পেট পর্যন্ত চেরা থাই স্লিটেড গাউনে মোহময়ী রিচা চাড্ডা
advertisement
7/8
অভিনেত্রী রিচা চড্ডা বরাবরই স্পষ্টবক্তা। কখনও বলিউডে যৌন হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছেন, কখনও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ভিনধর্মী আলি ফজলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও অকপট তিনি
advertisement
8/8
স্রেফ সলমনের হেয়ার স্টাইল অপছন্দ হওয়ায় ফিল্ম ছাড়তে চেয়েছিলেন রিচা