Darshan: মারধরের সময় কী বলেছিলেন রেণুকাস্বামী? যা শুনে আরও রেগে যান দর্শন, প্রত্যক্ষদর্শীদের হাজির করছে পুলিশ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Renukaswamy Murder Case: দলবল নিয়ে রেণুকাস্বামীর উপর হামলা করেন দর্শন। ব্যাপক মারধর করা হয় তাঁকে। মারধরের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই সময় রেণুকাস্বামী কী বলেছিলেন, তা নিয়ে এখনও বিতর্ক চলছে।
advertisement
1/7

রেণুকাস্বামী হত্যা মামলায় জেল খেটেছেন দক্ষিণী অভিনেতা দর্শন। তিন মাস জেল ছিলেন তিনি। আদালতে ৩৯৯১ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছে পুলিশ। ফার্স্ট ট্র্যাক কোর্টে মামলার শুনানির জন্য আবেদনও করা হয়েছে।
advertisement
2/7
দলবল নিয়ে রেণুকাস্বামীর উপর হামলা করেন দর্শন। ব্যাপক মারধর করা হয় তাঁকে। মারধরের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই সময় রেণুকাস্বামী কী বলেছিলেন, তা নিয়ে এখনও বিতর্ক চলছে।
advertisement
3/7
অভিনেতা দর্শনকে দেখে বেশ কিছু কথা বলেছিলেন রেণুকাস্বামী। অভিযোগ, তাতেই না কি উত্তেজিত হয়ে পড়েন দর্শন। শুরু হয় মারধর। এলোপাথাড়ি মারা হয় তাঁকে। এফআইআরে এমনটাই উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলে অভিনেত্রী পবিত্র গৌড়াও উপস্থিত ছিলেন বলে খবর।
advertisement
4/7
আদালতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যে অনেক মামলারই মোড় ঘুরে গিয়েছে। রেণুকাস্বামী হত্যা মামলাতে দর্শনের বিরুদ্ধে তিনজন সাক্ষ্য দিতে প্রস্তুত। তারপরই এই মামলার আরও অনেক রহস্য সামনে আসবে বলে অনুমান করা হচ্ছে। দর্শনের বিরুদ্ধে আদালতে কারা সাক্ষ্য দেবেন? টাউন শেডের প্রহরীকে প্রধান সাক্ষী হিসাবে আদালতে পেশ করতে চলেছে পুলিশ। দর্শন শেডে এসে কী দেখেছিলেন, তাঁর চলে যাওয়ার সময় কী হয়েছিল, সে কথা জানিয়ে পুলিশকে ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়েছেন অভিনেতা।
advertisement
5/7
ঘটনার সময় কার কার গাড়ি, কখন শেডে ঢুকেছে, তা পাল্টা পুলিশকে জানিয়েছেন শেডের প্রধান প্রহরীও। জানা গিয়েছে, তিনিই রেণুকাস্বামীকে শেষবার জীবিত অবস্থায় দেখেছিলেন। এছাড়া শেডে কর্মরত অন্য দুই ব্যক্তিকে দ্বিতীয় ও তৃতীয় প্রত্যক্ষদর্শী হিসাবে আদালতে পেশ করতে চলেছে পুলিশ।
advertisement
6/7
অভিনেতা দর্শন রেণুকাস্বামীকে কতক্ষণ মারধর করেছিলেন, আর কে কে ছিলেন, সেই সম্পর্কে পুলিশকে বিস্তারিত জানিয়েছেন শেডে কর্মরত দুই ব্যক্তি। তাঁদের বক্তব্যে ঘটনার খুঁটিনাটি জানতে পেরেছে পুলিশ। এতে দর্শনের বিপদ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।
advertisement
7/7
প্রসঙ্গত, অভিনেতা দর্শন বিবাহিত। তবে পবিত্র গৌড়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে অভিযোগ। এদিকে রেণুকাস্বামী অভিনেত্রী পবিত্র গৌড়াকে অশ্লীল বার্তা পাঠান। এরপরই দলবল নিয়ে রেণুকাস্বামীকে মারতে যান অভিনেতা। ব্যাপক মারধরও করেন। অভিযোগ, মারের চোটেই মৃত্যু হয় রেণুকাস্বামীর।