‘স্বামীর সঙ্গে এক ঘরে রাত কাটাই না...’ একসময় 'বোল্ড' স্টাইলে বলিউড কাঁপিয়েছিলেন কলকাতার মেয়ে, সেই ‘ডার্ক হিরোইন’ আজ কোথায় জানেন?
- Published by:Tias Banerjee
Last Updated:
আজ তিনি বহু বছর ধরে বলিউড থেকে একেবারে দূরে। একসময় যাঁর সৌন্দর্য ও ফিটনেসে ঝড় উঠত, তিনিই আজ প্রায় বদলে গিয়েছেন। মাঝে মাঝেই তাঁকে ট্রোল করা হয় সোশ্যাল মিডিয়ায়। কে বলুন তো?
advertisement
1/13

কলকাতায় জন্ম, দিল্লিতে বড় হয়ে বলিউডে উত্থান— মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করা এক অভিনেত্রীর কথা, যাঁর গায়ের রঙ ছিল শ্যামবর্ণ, শরীর ছিপছিপে, আর আত্মবিশ্বাস ছিল একশো শতাংশ।
advertisement
2/13
নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি। প্রথমে মডেলিংয়ে শীর্ষে পৌঁছন, তারপর পা রাখেন বলিউডে। আর বলিউডে এসেই তাঁর স্টাইল ও ব্যক্তিত্বে সবাইকে চমকে দেন। একের পর এক হিট ছবি দিয়ে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছন।
advertisement
3/13
কিন্তু আজ তিনি বহু বছর ধরে বলিউড থেকে একেবারে দূরে। একসময় যাঁর সৌন্দর্য ও ফিটনেসে ঝড় উঠত, তিনিই আজ প্রায় বদলে গিয়েছেন। মাঝে মাঝেই তাঁকে ট্রোল করা হয় সোশ্যাল মিডিয়ায়।
advertisement
4/13
এই অভিনেত্রী আর কেউ নন, বিপাশা বসু। মডেলিং এবং অভিনয় দুই জগতেই যিনি নিজের ছাপ রেখে গিয়েছেন। ক্যারিয়ারের শুরুতেই অফার, কিন্তু না বলেছিলেন। Photo Courtesy: Bipasha Basu/Instagram
advertisement
5/13
বিপাশা বসুকে ১৯৯৭ সালে ‘হিমালয়পুত্র’ ছবিতে অক্ষয় খন্নার বিপরীতে কাস্ট করতে চেয়েছিলেন বিনোদ খন্না। কিন্তু বিপাশা সেই সময় মনে করেছিলেন তিনি খুবই ছোট, ফলে অফার ফিরিয়ে দেন। Photo Courtesy: Bipasha Basu/Instagram
advertisement
6/13
এমনকি, জয়া বচ্চন-ও তাঁকে অভিষেক বচ্চনের বিপরীতে কাস্ট করতে চেয়েছিলেন, কিন্তু সেটাও বাস্তবায়িত হয়নি। Photo Courtesy: Bipasha Basu/Instagram
advertisement
7/13
অবশেষে বিপাশা বলিউডে পা রাখেন ‘অজনবী’ (২০০১) ছবির মাধ্যমে, যেখানে ববি দেওল, অক্ষয় কুমার ও করিনা কাপুর ছিলেন তাঁর সহ-অভিনেতা। ছবিতে তিনি নেগেটিভ চরিত্র ‘সোনিয়া’র ভূমিকায় অভিনয় করেন, যা দর্শকের কাছে প্রশংসিত হয়। Photo Courtesy: Bipasha Basu/Instagram
advertisement
8/13
এরপর একের পর এক ছবিতে অভিনয় করেন: ‘রাজ’, ‘জিসম’, ‘নো এন্ট্রি’, ‘ওমকারা’, ‘আক্রোশ’— সবক’টি ছবিই ছিল ভিন্ন ঘরানার এবং তাঁকে প্রতিষ্ঠা দেয় বলিউডের অন্যতম সেরা নায়িকা হিসেবে। তাঁর স্টাইল ও বোল্ড স্ক্রিন প্রেজেন্স একসময় তাঁকে অনন্য করে তোলে। Photo Courtesy: Bipasha Basu/Instagram
advertisement
9/13
ব্যক্তিগত জীবন ও বিয়ে তবে কেরিয়ারের এক সময় বিপাশা বসুর বেশ কিছু ছবি ফ্লপ হতে থাকে। ২০১৫ সালে ‘আলোন’ ছবির শুটিংয়ের সময় পরিচয় হয় অভিনেতা করন সিং গ্রোভার-এর সঙ্গে। এরপর ২০১৬ সালে তাঁরা বিয়ে করেন। বর্তমানে তাঁদের একটি কন্যাসন্তান আছে, নাম দেবী। Photo Courtesy: Bipasha Basu/Instagram
advertisement
10/13
মিকা সিংহ একবার বিপাশা বসু ও করন সিং গ্রোভার সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি জানান, ‘ডেঞ্জারাস’ ওয়েব সিরিজের শুটিং চলাকালীন, যার প্রযোজক ছিলেন মিকাই, বিপাশা ও করনের আচরণে তিনি চমকে যান। Photo Courtesy: Bipasha Basu/Instagram
advertisement
11/13
তিনি বলেন, “লন্ডনে শুটিং চলছিল, ৫০ জনের একটি টিম ছিল। শুটিং দুই মাস বেড়ে যায়। তখন করন ও বিপাশা দাবি করেন, তাঁরা আলাদা ঘর চান। বিপাশা বলেন, ‘না, আমি এইভাবে এক ঘরে থাকতে পারব না।’ মিকা সিংহ বলেন, তিনি অবাক হয়েছিলেন— স্বামী-স্ত্রী হয়ে কী ভাবে এমন কথা বলেন!” Photo Courtesy: Bipasha Basu/Instagram
advertisement
12/13
বিপাশার শেষ সিনেমা ‘আলোন’ মুক্তি পায় ২০১৫ সালে, যা বক্স অফিসে ব্যর্থ হয়। পরে ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ছবিতে একটি ক্যামিও করেন। এরপর ২০২০ সালে ‘ডেঞ্জারাস’ ওয়েব সিরিজে দেখা গেলেও, প্রায় ৯-১০ বছর ধরে তাঁকে বড় পর্দায় দেখা যায়নি। Photo Courtesy: Bipasha Basu/Instagram
advertisement
13/13
কোথায় হারিয়ে গেলেন তিনি? যাঁর নাম একসময় বোল্ড ফ্যাশন, ফিটনেস ও দুর্দান্ত স্ক্রিন প্রেজেন্সের জন্য বিখ্যাত ছিল, সেই বিপাশা বসু আজ বলিউড থেকে কার্যত নিখোঁজ। সংসার ও পরিবার নিয়ে ব্যস্ত তিনি। তবে তাঁর ভক্তরা এখনও অপেক্ষা করছেন— কবে আবার বড় পর্দায় ফিরবেন তাঁদের প্রিয় 'ডার্ক হিরোইন'। Photo Courtesy: Bipasha Basu/Instagram