TRENDING:

Shaka laka Boom Boom- এর মিষ্টি ছেলেটিকে মনে আছে? কী করছেন সেই 'সঞ্জু'? এখন তাঁকে দেখলে মাথা ঘুরে যাবে!

Last Updated:
'শাকা লাকা বুম বুম'... এই গানটি মনে করে কেউ কেউ হয়তো এর মধ্যেই ফের শৈশবে ফিরে গিয়েছেন। ভাবতে পারেন, সেই ছোট্ট সঞ্জু এখন সুদর্শন এই যুবক! শুধু তা-ই নয়, সে এখন বিবাহিত।
advertisement
1/9
'শাকা লাকা বুম বুম'-এর সেই ছেলেটিকে মনে আছে? কী করছেন 'সঞ্জু' এখন? জানলে চমকাবেন
Shaka Laka Boom Boom Fame Kinshuk Vaidya: ছোট পর্দার বিখ্যাত হিন্দি শো 'শাকা লাকা বুম বুম'-এর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে! এই শো মাতিয়ে রাখত যে ছোট্ট মিষ্টি ছেলে, সঞ্জু, সে এখন কোথায় জানেন? কী করছে সঞ্জু? সম্প্রতি তার কিছু ছবি প্রকাশ্যে আসতেই হইচই নেটদুনিয়ায়! এ কী কাণ্ড! 'সঞ্জু' চরিত্রে অভিনয় করা অভিনেতা কিংশুক বৈদ্য আবারও খবরে।
advertisement
2/9
১৯ বছর আগে বাচ্চাদের শো 'শাকা লাকা বুম বুম' বেশ জনপ্রিয় হয়েছিল। শোটি একটি ম্যাজিক পেন্সিলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যা সেই সময়ে বাচ্চাদের সঙ্গে বড়রাও বসে বসে দেখত। শোতে, সঞ্জু তার ম্যাজিক পেন্সিল দিয়ে যা আঁকত তা 'শাকা লাকা বুম বুম' বলার সঙ্গে সঙ্গেই বাস্তবে পরিণত হত। সঞ্জু চরিত্রে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল ছোট্ট কিংশুক।
advertisement
3/9
'শাকা লাকা বুম বুম'... এই গানটি মনে করে কেউ কেউ হয়তো এর মধ্যেই ফের শৈশবে ফিরে গিয়েছেন। ভাবতে পারেন, সেই ছোট্ট সঞ্জু এখন সুদর্শন এই যুবক! শুধু তা-ই নয়, সে এখন বিবাহিত।
advertisement
4/9
'শাকা লাকা বুম বুম'-এর জনপ্রিয়ব অভিনেতা সম্প্রতি তাঁর দীর্ঘদিনের বান্ধবী দীক্ষা নাগপালকে বিয়ে করেছেন। এই জুটির ছবি এখন বেশ ভাইরাল হচ্ছে। কিংশুক বৈদ্য এবং দীক্ষা নাগপালের বিয়ের ছবিগুলি তাঁদের বন্ধুরাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কী ভাবছেন? সময় কত দ্রুত বয়ে যায়! তাই না?
advertisement
5/9
কিংশুক এখন কী করেন? ও নিয়ে কৌতূহল জাগবেই। 'শাকা লাকা বুম বুম'-এ অভিনয় করেই মূলত তিনি সবার নজরে আসেন। কিংশুক এর পর অজয় দেবগনের 'রাজু চাচা' ছবিতেও কাজ করেছিলেন। শুনলে খুশি হবেন, কিংশুক এখনও রয়েছেন অভিনয়ের দুনিয়ায়। ২৮ বছর বয়স তাঁর এখন।
advertisement
6/9
'রাধা কৃষ্ণ', 'এক রিশতা সাজেদারি কা'-র মতো শোতেও কিংশুক প্রশংসা পেয়েছেন পরবর্তীকালে। কিংশুক বৈদ্য ছাড়াও 'শাকা লাকা বুম বুম' ছবিতে আরও দুই শিশুশিল্পীকে দেখা গিয়েছে, যারা আজ টিভি ও চলচ্চিত্র জগতে বড় নাম হয়ে উঠেছে। এই দুই অভিনেতার নাম হংসিকা মোতওয়ানি এবং জেনিফার উইঙ্গেট। যদিও হংসিকা সিনেমা জগতে সক্রিয়, জেনিফার উইঙ্গেট টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নাম করেছেন।
advertisement
7/9
কিংশুক এর আগে তার 'এক রিশতা সাজেদারি কা' সহ-অভিনেতা শিব্যা পাঠানিয়াকে ডেট করেছিলেন। 2021 সালে বন্ধুত্বপূর্ণভাবে বিচ্ছেদ হওয়ার আগে দু'জনে বেশ কয়েক বছর একসাথে ছিলেন। বিচ্ছেদ সত্ত্বেও, সম্পর্কের বিষয়ে সম্মানজনক নীরবতা বজায় রেখেছিলেন দুই শিল্পী।
advertisement
8/9
এর পর দীক্ষা নাগপালের সঙ্গে। বহুদিনের বন্ধুত্ব, প্রেম। সব মিলিয়ে দারুণ এক সফর চুটিয়ে উপভোগ করলেন কিংশুক আর দীক্ষা। গত ২২ নভেম্বর চার হাত এক করলেন তাঁরা। মারাঠি সংস্কৃতির প্রতিফলন চোখ জুড়িয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠানে। বিয়েতে উপস্থিত ছিলেন টেলিভিশন ও বড় পর্দার বহু অভিনেতা এবং কলাকুশলী।
advertisement
9/9
কিংশুক বৈদ্য 'কে তো হ্যায় আলবেলা' ছবিতে অভিনয়ের জন্য বর্তমানে বিশেষ ভাবে পরিচিত। এটি তামিল সিরিজ ইরামানা রোজাভের উপর ভিত্তি করে তৈরি, যেটি মোট 807টি পর্ব সম্প্রচারের পর 2021 সালে শেষ হওয়ার আগে তিন বছর ধরে সফলভাবে চালানো হয়েছিল। অনুষ্ঠানটির হিন্দি রূপান্তরটি এর অনন্য কাহিনী এবং আকর্ষক পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মন জিতেছিল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Shaka laka Boom Boom- এর মিষ্টি ছেলেটিকে মনে আছে? কী করছেন সেই 'সঞ্জু'? এখন তাঁকে দেখলে মাথা ঘুরে যাবে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল