Rekha Love Affair: ক্রিকেটারের প্রেমে হাবুডুবু ছিলেন বলিউড অভিনেত্রী! মা জ্যোতিষীর সঙ্গে কথা বলতেই... এক ধাক্কায় ভেঙে চুরমার সম্পর্ক! কারণ?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Rekha Love Affair: শুধুমাত্র হিন্দি চলচ্চিত্র অভিনেতারই নয়, একজন বিখ্যাত ক্রিকেটারেরও প্রেমে ভেসেছিলেন এই সুন্দরী অভিনেত্রী।
advertisement
1/11

ভারতীয় সৌন্দর্যের অন্যতম সংজ্ঞা তিনি। অভিনয় জগতের এক 'মিথ' অভিনেত্রী রেখা! তাঁকে নিয়ে চর্চা ও জল্পনার শেষ নেই। যাঁকে দেখলে আজও বুক কাঁপে পুরুষের। আর তাঁকে ঘিরে চর্চা যেন শেষ হওয়ার নয়।
advertisement
2/11
সৌন্দর্যের মতোই নানা রঙে রঙিন ছিল রেখার বর্ণময় জীবন। শুধুমাত্র হিন্দি চলচ্চিত্র অভিনেতারই নয়, একজন বিখ্যাত ক্রিকেটারেরও প্রেমে ভেসেছিলেন এই সুন্দরী অভিনেত্রী। সেই ক্রিকেটার এতই সুদর্শন ছিলেন যিনি মাঠে শুধু চার ও ছক্কাই বর্ষণ করতেন না, তাকে খুব রোমান্টিকও মনে করা হত সেই সময়।
advertisement
3/11
আমরা পাকিস্তানের সেই ক্রিকেটারের কথা বলছি যিনি পরে প্রধানমন্ত্রীও হয়েছিলেন সে দেশের। বলিউডের বিখ্যাত অভিনেত্রী রেখা এবং এই পাকিস্তানি ক্রিকেটারের সম্পর্কের খবর সামনে আসে সেই সময়।
advertisement
4/11
এই প্রেম নিয়ে আরব সাগর তীরে গুঞ্জনও কিছু কম ছিল না। একটা সময় ছিল যখন মনে করা হয়েছিল দুজন বিয়ে করতে চলেছেন। আজ রেখাকে নিয়ে ইমরান খানের সেই প্রেমের কাহিনী ও তার পরিণতি শুনলে অবাক হবেন।
advertisement
5/11
সেইসময় পাকিস্তানি ক্রিকেটার ইমরানের ইমেজও ছিল একজন রোমান্টিক পুরুষ হিসেবে চর্চার কেন্দ্রে। শোনা যায়, ৭০-৮০-র দশকের বলিউড কুইন রেখার সৌন্দর্যের সামনে ইমরানও ক্লিন বোল্ড হয়েছিলেন।
advertisement
6/11
শীঘ্রই তাদের সম্পর্কের খবর সামনে। মুম্বইয়ের সমুদ্র সৈকতে একটি নাইট ক্লাবে একসঙ্গে সময় কাটাতেও দেখা যায় রেখা ও ইমরানকে। শুধু তাই নয়, রেখা-ইমরানের বিয়েও প্রায় ঠিক হয়ে যায়।
advertisement
7/11
রেখার মাও রাজি হয়েছিলেন এমনও দাবি করা হয়েছিল যে রেখা-ইমরান বিয়ে করতে চলেছেন এবং রেখার মাও এই সম্পর্কের জন্য প্রস্তুত ছিলেন। ১৯৮৫ সালের ১১ জুন স্টার পত্রিকায় খবর প্রকাশিত হয় যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ইমরান খান এবং রেখা।
advertisement
8/11
ইন্ডিয়ান ফিল্ম জার্নাল মুভির উদ্ধৃতি দিয়ে নিবন্ধে আরও লেখা হয় যে রেখার মাও ইমরান খানকে তার মেয়ের উপযুক্ত জীবনসঙ্গী বলেই মনে করেছিলেন। তিনি এই সম্পর্কের জন্য এতটাই খুশি ছিলেন যে তিনি দিল্লি গিয়ে তৎক্ষণাৎ বিখ্যাত জ্যোতিষী (নাজুমির) সঙ্গে কথা বলেছিলেন।
advertisement
9/11
কিন্তু নাজুমি তাঁকে এমন কিছু বলেন যার পরেই এই বিবাহ নিয়ে পিছিয়ে যান রেখার মা। প্রাথমিকভাবে তিনি ইমরানকে তাঁর জামাই করতে পুরোপুরি প্রস্তুত থাকলেও শেষমেশ এই বিয়েতে মত না দেওয়ার পিছনে থাকা কারণটিও রইল এই প্রতিবেদনে।
advertisement
10/11
শোনা যায়, একই নিবন্ধে ইমরান খানকে প্লেবয় আখ্যা দিয়ে বলা হয়, তিনি তার সম্পর্কের ব্যাপারে সিরিয়াস ছিলেন না। ইমরানের একটি সাক্ষাৎকারের উদ্ধৃতিও রয়েছে, যেখানে তিনি বলেছেন, 'অভিনেত্রীর সঙ্গ অল্প সময়ের জন্যই ভাল। আমি তার সঙ্গ উপভোগ করি এবং তারপরে জীবনে এগিয়ে যাই।' একই সাক্ষাৎকারে ইমরান বলেন, 'একজন চলচ্চিত্র অভিনেত্রীকে বিয়ে করার কথা ভাবতেও পারি না।'
advertisement
11/11
ইমরানের একটি সাক্ষাৎকারের উদ্ধৃতিও রয়েছে, যেখানে তিনি বলেছেন, 'অভিনেত্রীর সঙ্গ অল্প সময়ের জন্যই ভাল। আমি তার সঙ্গ উপভোগ করি এবং তারপরে জীবনে এগিয়ে যাই।' একই সাক্ষাৎকারে ইমরান বলেন, 'একজন চলচ্চিত্র অভিনেত্রীকে বিয়ে করার কথা ভাবতেও পারি না।'