TRENDING:

Rekha KISS Scene: ২৫ বছরের বড়! পরিচালক 'Action' বলতেই ১৫-র রেখাকে টানা 5 মিনিট চুমু খেলেন এই নায়ক! তারপর কী হয়েছিল জানেন?

Last Updated:
Rekha Kissing Scene: রেখাকে তার সৌন্দর্যের কারণে বলিউডের এভারগ্রিন অভিনেত্রী বলা হয়। তাঁর সৌন্দর্য থেকে রেখার জীবন সবটুকু ঘিরেই যেন ছড়িয়ে আছে রহস্যময় এক মিথ। ডাকসাইটে সুন্দরী অভিনেত্রী, রেখা আজও সমানভাবে উঠে আসেন আরব সাগরতীরের চর্চায়।
advertisement
1/10
১৫-র রেখাকে 5 মিনিট ধরে লাগাতার KISS করতে থাকেন অভিনেতা! তারপর যা হয়েছিল..
রেখাকে তার সৌন্দর্যের কারণে বলিউডের এভারগ্রিন অভিনেত্রী বলা হয়। তাঁর সৌন্দর্য থেকে রেখার জীবন সবটুকু ঘিরেই যেন ছড়িয়ে আছে রহস্যময় এক মিথ। ডাকসাইটে সুন্দরী অভিনেত্রী, রেখা আজও সমানভাবে উঠে আসেন আরব সাগরতীরের চর্চায়।
advertisement
2/10
রেখা সম্পর্কে চর্চার কোনও শেষ নেই বলিউডে। এমন অনেক কিছু আছে যা আজও ইন্ডাস্ট্রিতে আলোচিত। ছবিতে অভিনয় দক্ষতাই হোক বা এক সময়ে অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন, অভিনেত্রী রেখা সবসময়ই লাইমলাইটে ছিলেন, আছেন ও থাকবেন।
advertisement
3/10
আজ এই প্রতিবেদনে রেখার জীবনের সঙ্গে সম্পর্কিত একটি ঘটনার কথা শেয়ার করতে চলেছি যা অভিনেত্রীর জন্য একটি ধাক্কার চেয়ে কম ছিল না। আসলে এই ঘটনা রেখার ক্যারিয়ারের প্রাথমিক পর্বের। সেইসময় রেখা 'অঞ্জনা সফর' ছবিতে কাজ করছিলেন এবং এই ঘটনাটি ঘটে সেই ছবির শুটিং চলাকালীন।
advertisement
4/10
খুব অল্প বয়স থেকেই চলচ্চিত্রে কাজ শুরু করেন রেখা। বলা হয়, রেখার বাবা-মায়ের মধ্যে প্রায়ই সম্পর্কের জোয়ার-ভাঁটা চলতে থাকত। পরে রেখার বাবা-মা আলাদা হয়ে যান এবং এরপর থেকেই রেখা তার মায়ের সঙ্গে থাকতে শুরু করেন। এমন পরিস্থিতিতে ঘর চালানোর দায়িত্বের কারণে রেখাকে না চাইলেও চলচ্চিত্রে কাজ করতে হয়।
advertisement
5/10
এবার আসি 'অঞ্জনা সফর' ছবির শুটিং সংক্রান্ত সেই ঘটনায় যা নাড়িয়ে দিয়েছিল সবে কৈশোরে পা রাখা ১৫ বছর বয়সি রেখার জীবন। যার কারণে গভীরভাবে মর্মাহত হন রেখা।
advertisement
6/10
এই ছবিতে রেখার বিপরীতে ছিলেন বয়সে তাঁর থেকে ঠিক ২৫ বছরের বড় নায়ক বিশ্বজিৎ! পরিচালক রাজা নাভাথে পরিচালনা করছিলেন এই ছবিটি।
advertisement
7/10
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছবির একটি অংশে রেখা ও বিশ্বজিতের একটি রোমান্টিক দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল। শোনা যায়, পরিচালক অ্যাকশনের জন্য ডাকার সঙ্গে সঙ্গেই বিশ্বজিৎ রেখাকে জড়িয়ে ধরেন এবং তাকে পুরো পাঁচ মিনিট ধরে চুম্বন করতে থাকেন। বিষয়টির আকস্মিকতায় রেখা ভয় পেয়েছিলেন কারণ তিনি জানতেনই না তাঁর সঙ্গে একটি চুম্বন দৃশ্যে অভিনয় হতে চলেছে।
advertisement
8/10
বিষয়টির আকস্মিকতায় রেখা ভয় পেয়েছিলেন কারণ তিনি জানতেনই না তাঁর সঙ্গে একটি চুম্বন দৃশ্যে অভিনয় হতে চলেছে।
advertisement
9/10
এটি ছিল একটি রোমান্টিক দৃশ্য। কিন্তু আগাম তা জানতেনই না বছর পনেরোর রেখা। এমনকি এও জানতেন না কে সেই নায়ক যিনি তাঁকে চুমু খেতে চলেছেন। এই দৃশ্য এতোই জীবন্ত ছিল যে বেশ লম্বা সময় ধরে চলে চুম্বন পর্ব।
advertisement
10/10
শোনা যায়, এমনকি পরিচালক রাজা নাভাথেও দীর্ঘক্ষণ কাট বলেননি এই দৃশ্যের শুটিংয়ে। যার কারণে সেখানে উপস্থিত ক্রুরাও এই শ্যুটটি দেখে শিস দিতে শুরু করেছিলেন। কিন্তু অল্পবয়সী রেখার গোটা বিষয়টি এতটাই খারাপ লেগেছিল যে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rekha KISS Scene: ২৫ বছরের বড়! পরিচালক 'Action' বলতেই ১৫-র রেখাকে টানা 5 মিনিট চুমু খেলেন এই নায়ক! তারপর কী হয়েছিল জানেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল