TRENDING:

Actress Rekha Admits Love: "আমি ওঁকে পাগলের মতো ভালবাসি..." প্রকাশ্যে মনের 'সেই' মানুষটির কথা বলেই ফেললেন রেখা!

Last Updated:
Actress Rekha Admits Love: কর্মজীবনে এখনও পর্যন্ত ১৮০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন বিখ্যাত বলিউড অভিনেত্রী রেখা। যদিও আগাগোড়াই উত্থান-পতনে পরিপূর্ণ ছিল রেখার পেশাগত জীবন। তবে রেখা এখনও তার চলচ্চিত্রের চেয়ে তার প্রেম জীবন নিয়েই বেশি চর্চিত। আর আজও তাঁর জীবনের এই অধ্যায় নিয়ে কথা বলতে পিছিয়ে থাকেন না অভিনেত্রী, বরং অকপটেই স্বীকার করে নেন ভালোবাসা!
advertisement
1/12
"আমি ওঁকে পাগলের মতো ভালবাসি..." প্রকাশ্যে মনের মানুষটির কথা বলেই ফেললেন রেখা!
কর্মজীবনে এখনও পর্যন্ত ১৮০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন বিখ্যাত বলিউড অভিনেত্রী রেখা। যদিও আগাগোড়াই উত্থান-পতনে পরিপূর্ণ ছিল রেখার পেশাগত জীবন।
advertisement
2/12
৬৮ বছর বয়সি রেখার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তবে রেখা এখনও তার চলচ্চিত্রের চেয়ে তার প্রেম জীবন নিয়েই বেশি চর্চিত। আর আজও তাঁর জীবনের এই অধ্যায় নিয়ে কথা বলতে পিছিয়ে থাকেন না অভিনেত্রী, বরং অকপটেই স্বীকার করে নেন ভালোবাসা!
advertisement
3/12
রূপ, গ্ল্যামার আর অসামান্য অভিনয়ের এক অদ্ভুত মিশেল তিনি। আশির দশকের বলিউড কুইন রেখা আজও সৌন্দর্য ও অভিনয়ে বলিউডের বিখ্যাত অভিনেত্রীদের তালিকায় জ্বলজ্বল এক ব্যক্তিত্ব। আজ থেকে ৩০ বছর আগে যেমন সুন্দরী ছিলেন, আজও তিনি ততটাই সুন্দর।
advertisement
4/12
তেলেগু চলচ্চিত্র 'ইন্টি গুট্টু (১৯৫৮)' এবং 'রঙ্গুলা রত্নম (১৯৬৬)'-এ অভিনয় করে শিশুশিল্পী হিসেবে রেখা তার কর্মজীবন শুরু করেন। তাঁর প্রথম মুখ্য চরিত্র কন্নড় ভাষার ছবি 'অপারেশন জ্যাকপট নল্লি C.I.D. 999'-এ। ১৯৬৯ সালে মুক্তি পায় এই ছবি তারপর ১৯৭০ সালে 'সাওয়ান ভাদন' ছবিতে দেখা যায় তাঁকে।
advertisement
5/12
১৯৭৮ সালে 'ঘর' এবং 'মুকাদ্দার কা সিকান্দার' চলচ্চিত্র থেকে অভিনয় জীবনে প্রকৃত স্বীকৃতি পেয়েছিলেন রেখা। এরপরে ১৯৮০ এবং ১৯৯০-এর দশকের শুরুতে একজন বিখ্যাত বলিউড অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে আধিপত্য বিস্তার করেছিলেন রেখা।
advertisement
6/12
যদিও বলিউড পাড়ায় তাঁর চলচ্চিত্রের চেয়ে তাঁর প্রেমের জীবন নিয়েই রেখা বেশি আলোচিত হয়েছেন বার বার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রেখা এবং অভিনেতা অমিতাভ বচ্চন একে অপরের প্রেমে পড়েছিলেন সেইসময়। শোনা যায়, দুজনেই তাঁদের অভিনয় জীবনের সপ্তম সিঁড়িতে থাকতেই ঘনিষ্ঠতা বাড়ে রেখা ও অমিতাভের।
advertisement
7/12
কিন্তু, বিষয়টা বেশিদূর এগোনোর আগেই বিয়ে করে নেন অমিতাভ বচ্চন। এ বিষয়ে সেই সময় সে ভাবে তাঁরা মুখ না খুললেও কিছুদিন আগে রেখাকে যখন তাঁর প্রেম জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু অকপট উত্তর দিয়েছিলেন।
advertisement
8/12
উল্লেখ্য, সিমি গাড়োয়ালের টক শো-তে একবার হাজির হয়েছিলেন রেখা। সেখানেই তিনি প্রথমবার প্রকাশ্যে তাঁর ভালবাসার মানুষের কথা, এতদিনের গোপন প্রেমিকের কথা পরোক্ষে স্বীকার করে নিয়েছিলেন। এই শোতে সিমি রেখাকে প্রশ্ন করেন, আপনিও কি তার প্রেমে পাগল ছিলেন?
advertisement
9/12
উল্লেখ্য, সিমি গাড়োয়ালের টক শো-তে একবার হাজির হয়েছিলেন রেখা। সেখানেই তিনি প্রথমবার প্রকাশ্যে তাঁর ভালবাসার মানুষের কথা, এতদিনের গোপন প্রেমিকের কথা পরোক্ষে স্বীকার করে নিয়েছিলেন। এই শোতে সিমি রেখাকে প্রশ্ন করেন, আপনিও কি তার প্রেমে পাগল ছিলেন?
advertisement
10/12
সিমির প্রশ্নের উত্তরে রেখা বলেন, 'হ্যাঁ, অবশ্যই। আমি তাঁর ভালবাসায় ডুবে ছিলাম! গভীরভাবে তাঁর প্রেমে পড়েছিলাম আমি। পাগলের মতো ভালবাসতাম। তিনি খুব বিশেষ একজন মানুষ। এর পর সিমি রেখাকে জিজ্ঞেস করেন, তুমি কি তার সঙ্গে কখনও দেখা করেছ? এ বিষয়ে রেখা বলেন, 'হ্যাঁ আমি তাঁকে দেখেছি, অনেকবার দেখেছি, ফাংশন এবং অ্যাওয়ার্ড শোতে।'
advertisement
11/12
সাক্ষাৎকারে সিমি এরপর জিজ্ঞেস করে, আপনি কি শুধু তাকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই দেখেছেন? রেখা তৎক্ষণাৎ জবাব দেন, 'এটাই আমার জন্য যথেষ্ট।' এর উপর সিমি বলেন, "আপনি কি এতে খুশি? তখন রেখা বলেন, 'আমি খুব খুশি।'
advertisement
12/12
প্রসঙ্গত, জানিয়ে রাখি, অভিনেত্রী রেখার এই সাক্ষাৎকারটি অনেক পুরনো, যার একটি ছোট ক্লিপ সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তুমুলভাবে ভাইরাল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Actress Rekha Admits Love: "আমি ওঁকে পাগলের মতো ভালবাসি..." প্রকাশ্যে মনের 'সেই' মানুষটির কথা বলেই ফেললেন রেখা!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল