Reena Roy: সোনাক্ষির সঙ্গে মুখের মিল! ঠিক যেন...! এই বিশেষ কারণেই বলিউড ছেড়ে ছিলেন রিনা রায়!
- Published by:Piya Banerjee
Last Updated:
Reena Roy: কেন কাজ ছেড়ে দেন রিনা রায়! ব্যক্তি জীবনে কী ঘটেছিল? জানলে অবাক হবেন
advertisement
1/7

রিনা রায় ও সোনাক্ষি সিনহার মুখের আদল অনেকটা এক রকম! আর এক সময় রিনা রায় ও শত্রঘ্ন সিনহার জুটি ছিল সুপারহিট! এ নিয়ে অনেক কথা শোনা গেলেও, সত্যতা নেই! তবে রিনা রায় হঠাৎ করে কেন ছেড়েছিলেন কাজ? ১০৮-টার বেশি ছবিতে কাজ করেও হঠাৎ করেই কাজ ছেড়ে দেন তিনি!
advertisement
2/7
রিনা রায় ১৫ বছর বয়সে 'জরুরত ' ছবি দিয়ে বলিউডে কাজ শুরু করেন। আজও 'জেয়সে কা তেয়সা', 'জানি দুশমন', 'নাগিন'-এর মতো ছবির জন্য তিনি জনপ্রিয়!
advertisement
3/7
রিনা রায় সে সময় বলিউডের সব থেকে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। বলিউডের প্রায় সে সময়ের সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি!
advertisement
4/7
রিনা রায়ের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়! সে সময় রিনা ছোট ছিলেন। তখন রিনার মা তার সারনেম দিয়ে নতুন করে তিনি সন্তানের নাম রাখেন। আর এই জন্য সায়রা আলি থেকে রিনা রায় নাম হয় তাঁর!
advertisement
5/7
তবে রিনা কেন সিনেমা থেকে বিদায় নিলেন! কেরিয়ারের চরম সময়ে তিনি কাজ ছেড়ে দেন! বহু অভিনেতার সঙ্গেই নাম জড়ায় রিনা রায়ের!
advertisement
6/7
শত্রুঘ্ন সিনহার সঙ্গেও তাঁর প্রেম চর্চায় ছিল! আর সেই কারণেই সোনাক্ষি কিছুটা নায়িকার মতো দেখতে বলে নানা কথা শোনা যায়! তবে সোনাক্ষি কখনই রিনা রায়ের মেয়ে নন! এ একেবারে গুজব ছাড়া কিছু নয়!
advertisement
7/7
তবে কেরিয়ারের একেবারে পিক সময়ে কাজ ছেড়ে দেন তিনি! না শত্রঘ্নর জন্য নয়! রিনা ভালবেসে বিয়ে করেন পাকিস্তানি ক্রিকেটার মোহসিন খানকে! আর এই কারণেই তিনি কাজ ছেড়ে দেন! একটি সাক্ষাৎকারে নিজেই এ কথা জানান রিনা রায়!