Sriparna Roy Marriage: লাল শাড়ি, মানানসই সোনার গয়না, বিয়ে সারলেন অভিনেত্রী শ্রীপর্ণা! হাজির টলিপাড়া
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
বিয়েতে শ্রীপর্ণা সেজেছিলেন টুকটুকে লাল শাড়িতে, সঙ্গে মানানসই গয়নায়। অপরদিকে, লাল পাঞ্জাবি আর সাদা ধুতি পরে বিয়ে করতে এসেছিলেন পাত্র শুভদীপ।
advertisement
1/6

টেলিপাড়ায় ফের খুশির খবর। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বাংলা মেগা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়।
advertisement
2/6
গতকালে, ২৮শে নভেম্বর মঙ্গলবার বালিতে আয়োজন হয় শ্রীপর্ণার বিয়ের আসার। পাত্র শুভদীপ ভট্টাচার্য। বর্তমানে, ‘গাঁটছড়া’ সিরিয়ালের মুখ্যচরিত্র ঋদ্ধিমান সিংহ রায়ের স্ত্রী রুক্মিণীর চরিত্রে দেখা যাচ্ছে শ্রীপর্ণাকে।
advertisement
3/6
বিয়েতে শ্রীপর্ণা সেজেছিলেন টুকটুকে লাল শাড়িতে, সঙ্গে মানানসই গয়নায়। অপরদিকে, লাল পাঞ্জাবি আর সাদা ধুতি পরে বিয়ে করতে এসেছিলেন পাত্র শুভদীপ।
advertisement
4/6
পাত্রর বাড়ি চন্দননগর। অন্যদিকে বালি, ঘোষপাড়ার মেয়ে শ্রীপর্ণা। বালিতেই বসছিল শ্রীপর্ণার বিয়ের আসর। মেডিক্যাল পেশার সঙ্গে পর্দার রুক্মিণীর অফ স্ক্রিন বর।
advertisement
5/6
শ্রীপর্ণার বিয়ের অনুষ্ঠানে হাজির ছিল টেলিপাড়ার চেনা মুখেরা। উপস্থিত ছিলেন শ্রীমা ভট্টাচার্য, রিয়াজ সরকার, অনুষা গোস্বামী, সায়ক প্রমুখও।
advertisement
6/6
রিয়াজ সরকার তাঁর সোশ্যাল মিডিয়াতে সব ছবি শেয়ার করেছে। দিন কয়েক আগে গাঁটছড়ার সেটে কলাকুশলীরা আইবুড়ো ভাত খাওয়ান অভিনেত্রীকে। ‘আঁচল’ সিরিয়ালে টুসু চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন শ্রীপর্ণা।