TRENDING:

Raveena Tandon-Akshay Kumar: ছবির সেটে হওয়া আলাপ গড়াচ্ছিল পরিণতির দিকে! তবে বাগদানের পরেই পড়েছিল দাঁড়ি! বহু বছর পরে নীরবতা ভাঙলেন রবিনা!

Last Updated:
Raveena Tandon On Akshay Kumar Dating her Duplicates: শুধুমাত্র নব্বইয়ের দশকের ছেলেমেয়েরাই নয়, নতুন প্রজন্মও এই গানে বুঁদ হয়েছে। আর সেই গানে অক্ষয় কুমার আর রবিনা টন্ডনের রসায়ন আলাদা করেই চোখে পড়েছিল। আর ‘মোহরা’ ছবির এই গান ছাড়াও আর একটি সুপারহিট গান’ তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত’-এও আলাদা ভাবে নজর কেড়েছিল এই জুটি।
advertisement
1/7
ছবির সেটে হওয়া আলাপ গড়াচ্ছিল পরিণতির দিকে! বহু বছর পরে নীরবতা ভাঙলেন রবিনা
সেই ‘টিপ টিপ বরসা পানি’ গানে রবিনা টন্ডনের আবেদন সকলের মনে আজও তাজা। বৃষ্টির রাতে হলুদ শিফনের শাড়িতে যেন তিনি ঝড় তুলে দিয়েছিলেন ভক্তদের মনে। শুধুমাত্র নব্বইয়ের দশকের ছেলেমেয়েরাই নয়, নতুন প্রজন্মও এই গানে বুঁদ হয়েছে। আর সেই গানে অক্ষয় কুমার আর রবিনা টন্ডনের রসায়ন আলাদা করেই চোখে পড়েছিল। আর ‘মোহরা’ ছবির এই গান ছাড়াও আর একটি সুপারহিট গান’ তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত’-এও আলাদা ভাবে নজর কেড়েছিল এই জুটি।
advertisement
2/7
সেই ছবির রসায়নই উঠে এসেছে তাঁদের বাস্তবজীবনেও। আসলে ‘মোহরা’ ছবির সেটেই একে অপরের প্রেমে পড়েছিলেন তাঁরা। তবে এই প্রেমের পরিণতি কিন্তু দুজনের জন্য খুব একটা সুখকর হয়নি। বরং সেই সম্পর্ক ভাঙার যন্ত্রণা আজও বয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। সম্পর্কের ভাঙন নিয়ে বহু বছর মুখে কুলুপ এঁটেছিলেন। তবে সেটা নিয়ে হয়েছে বিস্তর জলঘোলা। অবশেষে নীরবতা ভাঙলেন রবিনা। এমনকী তিনি এ-ও জানিয়েছেন যে, সংবাদমাধ্যমে এই ধরনের খবর পড়া বন্ধ করে দিয়েছেন।
advertisement
3/7
ভক্তদের মনেও প্রশ্ন ছিল যে, এত সুন্দর রসায়ন থাকা সত্ত্বেও কেন তাঁদের প্রিয় জুটির সম্পর্কে ভাঙন ধরল! আসলে সেই সময় দু’জনেই ছিলেন কেরিয়ার এবং সাফল্যের শিখরে। আর দু’জনের সম্পর্কের গভীরতাও বেড়েছিল। এমনকী বাগদান পর্বও সারা হয়েছিল। আর সেই সময়ই ঘটে গিয়েছিল সেই অনভিপ্রেত ঘটনাটা।
advertisement
4/7
একটি সাক্ষাৎকারে রবিনার কাছে এই বাগদান ভাঙার বিষয়টার কথা জানতে চাওয়া হয়েছিল। তাতে তিনি জানিয়েছিলেন যে, আসলে সেই সময় অক্ষয় কুমার তাঁর সামনে একটি শর্ত রেখেছিলেন। রবিনাকে কেরিয়ার এবং সংসারের মধ্যে যে কোনও একটি বেছে নিতে বলেছিলেন অভিনেতা। স্বাভাবিক ভাবেই অভিনেত্রী বেছেছিলেন নিজের কেরিয়ারকেই। ফলে ভেঙে যায় সম্পর্ক।
advertisement
5/7
রবিনা সাক্ষাৎকারে এ-ও বলেন যে, অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার তিক্ততা সে-ভাবে তাঁদের কারওর মনেই প্রভাব ফেলতে পারেনি। কারণ বিচ্ছেদের পরে দু’জনেই দু’জনের জীবনে এগিয়ে যান। আর অক্ষয়ও তখন অন্য মহিলার সঙ্গে ডেট করছিলেন আর রবিনাও অন্য কারও সঙ্গে ডেট করতেন। ফলে কারও প্রতি ঈর্ষার মতো অনুভূতি স্থান পায়নি।
advertisement
6/7
এখন দু’জনেই নিজের নিজের বিবাহিত জীবন এবং পরিবার নিয়ে খুবই সুখী। অক্ষয় কুমার সাতপাক ঘুরেছেন রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার কন্যা অভিনেত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে। আবার অন্য দিকে, রবিনা টন্ডন ঘর বেঁধেছেন ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাদানির সঙ্গে। তবে ইন্ডাস্ট্রিতে কান পাতলে আজও শোনা যায় যে, অক্ষয় কুমার রবিনাকে ভুলতে পারেননি। আর সেই জন্যই রবিনার লুক-অ্যালাইকের সঙ্গেই ডেট করেছেন। তাঁদের এক সময়ের রসায়ন আর সম্পর্ক নিয়ে বি-টাউনের বাতাসে যে-সব মশলাদার খবর উড়ে বেড়ায়, সেই সবে অবশ্য পাত্তা দিতে নারাজ রবিনা। তিনি বলেছেন যে, “সংবাদমাধ্যমে এই ধরনের খবর আমি পড়ি না। অকারণে নিজের রক্তচাপ বাড়িয়ে লাভ আছে?”
advertisement
7/7
৪৮ বছর বয়সী অভিনেত্রী এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত। সতীশ কৌশিকের ‘পটনা শুক্লা’ ছবিতে অভিনয় করবেন তিনি। আবার ‘আরণ্যক’'-এর দ্বিতীয় সিজনেও দেখা যাবে তাঁকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Raveena Tandon-Akshay Kumar: ছবির সেটে হওয়া আলাপ গড়াচ্ছিল পরিণতির দিকে! তবে বাগদানের পরেই পড়েছিল দাঁড়ি! বহু বছর পরে নীরবতা ভাঙলেন রবিনা!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল