TRENDING:

Rati Agnihotri Birthday: স্বামী অকথ্য মারধর করতেন! অমিতাভ, মিঠুনের নায়িকা, বলিউড থেকে নাম মুছে যায় রতির

Last Updated:
Rati Agnihotri Birthday: হিন্দি ছবিতে পা রাখার আগেই দক্ষিণের ছবিতে নিজের ছাপ ফেলেছিলেন রতি। রতি মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে প্রবেশ করেন। আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
advertisement
1/6
অমিতাভ, মিঠুনের নায়িকা! স্বামী অকথ্য মারধর করতেন, বলিউড থেকে নাম মুছে যায় রতির
রতি অগ্নিহোত্রি। সাত এবং আটের দশকে বলিউডের প্রথম সারির অভিনেত্রী। অভিনয় দক্ষতা তো বটেই, তাঁর সৌন্দর্য নিয়েও কম চর্চা ছিল না। অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, কমল হাসান এবং মিঠুন চক্রবর্তীর মতো সুপারস্টারদের সাথে অনেক সফল ছবি দিয়েছেন তিনি। হিন্দি ছবিতে পা রাখার আগেই দক্ষিণের ছবিতে নিজের ছাপ ফেলেছিলেন রতি। রতি মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে প্রবেশ করেন। আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
advertisement
2/6
পেশাগত ক্ষেত্রে সাফল্য পেলেও ব্যক্তিজীবনে প্রচুর ওঠাপড়া দেখেছেন রতি। শোনা যায়, সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তাঁরা নাকি একে অপরকে খুব ভালোবাসতেন। বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু সঞ্জয়ের মাদকাসক্তির কারণে অভিনেত্রীর বাবা তাঁদের সম্পর্ককে প্রত্যাখ্যান করেছিলেন।
advertisement
3/6
সঞ্জয় দত্তের সাথে সম্পর্ক ছিন্ন করার পর নিজের কেরিয়ারে মনোনিবেশ করেন রতি। ১৯৮৩ সালে অমিতাভের সঙ্গে 'কুলি' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ছবিটি বক্স অফিসে ইতিহাস তৈরি করেছিল। রতিও তাঁর ক্যারিয়ারের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। ছবিটি মুক্তির ঠিক দু'বছর পর ব্যবসায়ী অনিল ভিরওয়ানিকে বিয়ে করেন অভিনেত্রী।
advertisement
4/6
অনিলের সঙ্গে তাঁঁর বিয়েই এক সময় রতির কাছে দুঃস্বপ্নে পরিণত হয়। বিয়ের পর বলিউড থেকে দীর্ঘ বিরতি নেন এই অভিনেত্রী। সবাই ভেবে নিয়েছিল যে, রতি তাঁর ছেলে এবং স্বামীর সঙ্গে তাঁর বিবাহিত জীবনে খুব সুখী। কিন্তু ২০১৫ সালে অভিনেত্রী তাঁর জীবনের সত্য প্রকাশ করেছিলেন।
advertisement
5/6
বিবাহবিচ্ছেদের পর স্বামীর অত্যাচারের কথা জানান রতি। জানা যায়, মাতাল অবস্থায় প্রায়ই অভিনেত্রীকে মারধর করতেন তাঁর স্বামী। কিন্তু শুধুমাত্র তাঁর ছেলের কারণেই নাকি এত বছর ধরে নীরব ছিলেন তিনি। স্বামীর নৃশংসতার কথা কাউকে জানতে দেননি।
advertisement
6/6
নিজের মতো করে জীবন সাজিয়ে নিয়েছেন রতি। তিক্ত অতীত ভুলে ছেলে তনুজ বিরওয়ানিকে নিয়ে ভাল আছেন অভিনেত্রী।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rati Agnihotri Birthday: স্বামী অকথ্য মারধর করতেন! অমিতাভ, মিঠুনের নায়িকা, বলিউড থেকে নাম মুছে যায় রতির
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল