এই অনুষ্ঠানে ফ্যাশনের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কিছু নাম উপস্থিত থাকবে, যার মধ্যে রয়েছে বিখ্যাত কৌচার ডিজাইনার রিম আক্রা, বিলাসবহুল ফ্যাশনের পথিকৃৎ ব্রুনেলো কুসিনেলি এবং আরমানি গ্রুপের ঊর্ধ্বতন নির্বাহীরা। অনুষ্ঠানে আরমানি গ্রুপের চেয়ারম্যান এবং সিইও জর্জিও আরমানিকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হবে, যার প্রতিনিধিত্ব করবেন জিউসেপ মারসোকি।
advertisement
বিমানবন্দরে ঢোকার সময় শাহরুখ খান ছিলেন একেবারে সাদামাটা পোশাকে৷ তাতেই তাঁকে ফ্যাশনেবল লাগছিল। তিনি নীল রঙের হুডির সঙ্গে লেয়ার করা সাদা শার্ট পরেছিলেন, সঙ্গে ছিল ডেনিম কার্গো ট্রাউজার্স। বাদশার চোখ ঢেকেছিল কালো সানগ্লাসে, কাঁধে ছিল ছোট ব্যাগ৷ সাধারণ গতিতে তিনি এগোচ্ছিলেন ডকুমেন্ট চেকিং-এর দিকে৷ এয়ারপোর্টের গেটে তাঁর পাসপোর্ট পরীক্ষা করছিলেন নিরাপত্তারক্ষী৷ স্বাভাবিক ভাবেই শাহরুখ খানকে চোখের সামনে দেখে তিনি হতবাক৷ তবে নিজের কাজ তো করতে হবে…তাই মন দিয়ে পাসপোর্ট পরীক্ষা করেই কিং খানকে দেখে এক গাল হেসে ফেললেন তিনি৷ শাহরুখও বুঝতে পারলেন নিরাপত্তরক্ষীর মনের অবস্থা৷ হালকা করে পিঠ চাপড়ে দিলেন তাঁর৷ ঠিক যেমন বন্ধুদের সঙ্গে আড্ডায় করা হয়! শাহরুখ ভক্তরা এই ভিডিও শেয়ার করেছেন৷ এই ভিডিও দেখে শাহরুখের মানবিক চেহারাটা আরও একবার সকলের কালে স্পষ্ট হয়ে গিয়েছে৷
কিছুদিন আগে মুক্তি পেয়েছে শাহরুখের নতুন ছবি কিং-এর টিজার৷ অ্যাকশান হিরো হিসেবে সকলের পছন্দ বাদশাকে৷ জওয়ান, পাঠান-এর এবার কিং-এর অপেক্ষায় সকলে৷
