TRENDING:

Allu Arjun-Rashmika Mandanna: '...বিশ্বাস করতে পারছি না'! চরম বিপদে 'পুষ্পা' অল্লুর পাশে 'শ্রীবল্লী' রশ্মিকা

Last Updated:
Allu Arjun-Rashmik Mandanna: যে ছবিকে ঘিরে এত বিতর্ক, তার নায়িকা অর্থাৎ অল্লুর সহকর্মী রশ্মিকা মন্দানা এবার গর্জে উঠলেন। অল্লুর গ্রেফতার মেনে নিতে পারেননি।
advertisement
1/5
'...বিশ্বাস করতে পারছি না'! চরম বিপদে 'পুষ্পা' অল্লুর পাশে 'শ্রীবল্লী' রশ্মিকা
গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজত, ফের অন্তবর্তী জামিন। এক দিনেই বহু ঝড়ঝাপ্টা দেখলেন অল্লু অর্জুন। পুষ্পা ২-র প্রিমিয়ারে চূড়ান্ত বিশৃঙ্খলতার মাঝে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার৷ সেই ঘটনায় অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে৷
advertisement
2/5
যে ছবিকে ঘিরে এত বিতর্ক, তার নায়িকা অর্থাৎ অল্লুর সহকর্মী রশ্মিকা মন্দানা এবার গর্জে উঠলেন। অল্লুর গ্রেফতার মেনে নিতে পারেননি।
advertisement
3/5
ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে রশ্মিকা লেখেন, 'যা দেখছি, তা বিশ্বাস করতে পারছি না। যে ঘটেছে তা একটি দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক।'
advertisement
4/5
তার পরেই অল্লুর প্রতি সমর্থন জানিয়ে তিনি লেখেন, 'উপর সবকিছুর দোষ দেওয়া দেখে হতাশাজনক। এটি উভয়ই অবিশ্বাস্য এবং হৃদয়বিদারক।'
advertisement
5/5
নিম্ন আদালত অল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। এফআইআর খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। অভিনেতার আবেদন মঞ্জুর হয়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Allu Arjun-Rashmika Mandanna: '...বিশ্বাস করতে পারছি না'! চরম বিপদে 'পুষ্পা' অল্লুর পাশে 'শ্রীবল্লী' রশ্মিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল