নেটিজেনের প্রিয় শ্রীভল্লি! জাম্পস্যুট থেকে কুর্তি এয়ারপোর্ট লুকে রশ্মিকার বাজিমাত
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Rashmika Mandanna : অভিনয়ে তিনি মুগ্ধ করেছেন বার বার। তবে তাঁর পাশাপাশি তিনি যে ফ্যাশন নিয়েই বেশ সচেতন তাও স্পষ্ট।
advertisement
1/11

দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানার ভক্তের সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে না। তিনি এখন জাতীয় ক্রাশ।
advertisement
2/11
অভিনয়ে তিনি মুগ্ধ করেছেন বার বার। তবে তাঁর পাশাপাশি তিনি যে ফ্যাশন নিয়েই বেশ সচেতন তাও স্পষ্ট।
advertisement
3/11
ছবির পর্দা অথবা অ্যাওয়ার্ড সেরেমনি ছাড়াও আজকাল তারকারা ফ্যাশন সচেতন থাকেন। জিমে এক ধরনের সাজ। আবার বিমানবন্দরে আর এক ধরনের সাজ।
advertisement
4/11
বিমানবন্দরে কে কত ভাল সাজলেন, তা নিয়েও প্রতিযোগিতা। একে বলে এয়ারপোর্ট লুক। সেই প্রতিযোগিতায় এগিয়ে রশ্মিকাও।
advertisement
5/11
কালো কো অর্ড সেটের সঙ্গে সাদা স্নিকার্স। রশ্মিকা মন্দানার এই লুক নজরকাড়া।
advertisement
6/11
ডেনিম সব সময়ে ফ্যাশনে ইন। রশ্মিকা পরেছেন ডেনিম জাম্পস্যুট। সঙ্গে ক্যাপ ও রোদচশমা।
advertisement
7/11
বিমানযাত্রার জন্য আদর্শ সাজ। রশ্মিকা বেছে নিয়েছেন হলুদ রঙের জাম্পস্যুট। সঙ্গে নজরকাড়া জুতো।
advertisement
8/11
ক্যাজুয়াল লুক সব সময়ে ফ্যাশনে ইন। রশ্মিকা পরেছেন। ডেনিমের সঙ্গে সাদা ক্রপ টপ। তার সঙ্গে নিয়েছেন জ্যাকেট।
advertisement
9/11
রশ্মিকার এই হাসিতেই মুগ্ধ দর্শক। প্যারালাল ডেনিমের সঙ্গে ক্রপ টপ ও উজ্জ্বল সবুজ জ্যাকেট পরেছেন।
advertisement
10/11
রশ্মিকার এই হাসিতেই মুগ্ধ দর্শক। প্যারালাল ডেনিমের সঙ্গে ক্রপ টপ ও উজ্জ্বল সবুজ জ্যাকেট পরেছেন।
advertisement
11/11
দর্শকের কাছে তিমি শ্রীভল্লি। পুষ্পা ছবির পর থেকেই এই নামেই বেশি পরিচিত রশ্মিকা।