TRENDING:

শো শেষ হতেই পথে এসে বসতে হয়েছিল, নিজেকে শেষ করে দেওয়ার চিন্তাও ঘুরত মাথায়! এই অভিনেত্রীর লড়াইয়ের কাহিনি শুনলে চোখে আসবে জল

Last Updated:
জনপ্রিয় সিরিয়াল ‘উত্তরণ’-এর হাত ধরে সাফল্যের সিঁড়িতে পৌঁছেছিলেন রেশমি। সেই সময় অন্যতম সেরা অভিনেত্রীর তকমা পেয়েছিলেন তিনি। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন যে, যখন তাঁর টিভি শো শেষ হয়ে গিয়েছিল, তখন তাঁর জীবনটাই যেন থমকে গিয়েছিল।
advertisement
1/7
শো শেষ হতেই পথে এসে বসতে হয়েছিল, নিজেকে শেষ করে দেওয়ার চিন্তাও ঘুরত মাথায়!
হিন্দি টেলিভিশনের দুনিয়ায় বহু অভিনেত্রী এসেছেন, তো আবার কেউ কেউ হারিয়েও গিয়েছেন। কিন্তু খুব কম অভিনেত্রীই নিজেদের সৌন্দর্য এবং স্টারডম ধরে রাখতে পেরেছেন। এঁদের মধ্যে অন্যতম হল রেশমি দেশাই। এক সময় টেলিদুনিয়ার সেরা অভিনেত্রী ছিলেন রেশমি। কিন্তু ব্যক্তিগত জীবনের প্রভাব পড়েছে তাঁর কেরিয়ারের উপর। যার জেরে থমকেই গিয়েছে তাঁর পেশাগত জীবন। বর্তমানে হাতে কোনও শো আসে না। বিগ বস তাঁর ভাগ্যের মোড় ঘুরিয়ে দিয়েছে।
advertisement
2/7
জনপ্রিয় সিরিয়াল ‘উত্তরণ’-এর হাত ধরে সাফল্যের সিঁড়িতে পৌঁছেছিলেন রেশমি। সেই সময় অন্যতম সেরা অভিনেত্রীর তকমা পেয়েছিলেন তিনি। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন যে, যখন তাঁর টিভি শো শেষ হয়ে গিয়েছিল, তখন তাঁর জীবনটাই যেন থমকে গিয়েছিল। রেশমির কাঁধে চেপেছিল কোটি টাকার ঋণ। জীবনে উঠেছিল ব্যক্তিগত এবং পেশাগত চ্যালেঞ্জের ঝড়।
advertisement
3/7
Brut India-র এক সাক্ষাৎকারে রেশমি জানিয়েছিলেন যে, তাঁর জীবন কখনওই সহজ ছিল না। অভিনেত্রীর কথায়, “আমি একটা বাড়ি কিনেছিলাম। আর আমার মাথায় ছিল ২.৫ কোটি টাকার লোন। আর এছাড়াও আমি মনে করে বলতে পারি যে, ৩.২৫ থেকে ৩.৫ কোটি টাকা লোনের বোঝা আমার মাথায় ছিল।”
advertisement
4/7
রেশমি দেশাই আরও বলেন যে, “আমি ভেবেছিলাম, সব কিছু ঠিক রয়েছে…. অথচ আমার শো আচমকা বন্ধ হয়ে গিয়েছিল। চার দিন আমায় রাস্তায় থাকতে হয়েছিল… আমার একটা অডি এ৬ ছিল, সেখানেই আমি ঘুমোতাম। আর আমার মালপত্র থাকত আমার ম্যানেজারের বাড়িতে। পরিবারের থেকে সম্পূর্ণ ভাবে দূরত্ব বজায় রাখতে শুরু করেছিলাম।”
advertisement
5/7
সেই কঠিন প্রতিকূল সময়ের কথা স্মরণ করে রেশমি জানান যে, একটা সময় ছিল, যখন তাঁকে রিকশাচালকদের কাছ থেকে মাত্র ২০ টাকা দিয়ে খাবার নিয়ে ভাগ করে খেতে হয়েছিল। এমনকী কখনও কখনও সেই খাবারে কাঁকরও থাকত। অভিনেত্রীর বক্তব্য, “ওই চার দিন আমার জীবনের সবথেকে কঠিন সময় ছিল।”
advertisement
6/7
রেশমি বলে চলেন যে, “আমি বুঝেছিলাম যে, আমি নিজের কথাও ভাবিনি। আসলে এত কিছুর মধ্যে জড়িয়ে পড়েছিলাম যে, নিজের কথাও ভাবতে ভুলে গিয়েছিলাম। এরপর সেই জায়গা থেকে নিজের যত্ন নিতে শুরু করেন।” এভাবে দীর্ঘ সময় পর মানসিক অবসাদ কাটিয়ে উঠেছিলেন রেশমি।
advertisement
7/7
নিজের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ব্যর্থতার মুখ দেখতে হয়েছিল ‘উত্তরণ’ অভিনেত্রীকে। সেই প্রসঙ্গে তিনি বলেন যে, “আমার বিবাহবিচ্ছেদ হল, তখন আমার বন্ধুরা ভাবল যে, আমি মোটেই সহজ প্রকৃতির মানুষ নই। আর পরিবার তো ভাবল যে, আমার সমস্ত সিদ্ধান্তই ভুল।” এর আগে একটি পডকাস্টে রেশমি বলেছিলেন যে, “আমি প্রচুর শো করেছিলাম। ঘুমোতাম না। বাইরে থেকে কাউকেই বুঝতে দিতাম না। এদিকে ভিতরে ভিতরে মানসিক চাপে বিদ্ধ হয়ে যাচ্ছিলাম আমি। একটা সময় ভাবতাম, এটা কী ধরনের জীবন? এর থেকে মরে যাওয়াই বোধহয় ভাল।”
বাংলা খবর/ছবি/বিনোদন/
শো শেষ হতেই পথে এসে বসতে হয়েছিল, নিজেকে শেষ করে দেওয়ার চিন্তাও ঘুরত মাথায়! এই অভিনেত্রীর লড়াইয়ের কাহিনি শুনলে চোখে আসবে জল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল