Bigg Boss OTT: ‘যার সবচেয়ে বেশি ফলোয়ার্স…’, বিগ বস ওটিটি ৩-এ সানার জয়ের পর রেগে লাল রণবীর শোরে
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Rachana Majumder
Last Updated:
ফাইনালের আগে রণবীরকে কনফেশন রুমেও ডেকে পাঠানো হয়েছিল। সেখানে তাঁকে ভিডিও বার্তা দেন ‘বিগ বস ১৩-এর ফাইনালিস্ট শেহনাজ গিল। রণবীরকে চাঙ্গা করার চেষ্টা করেন তিনি। শো-এর পর প্রচুর কাজ পাবেন বলে সাহসও যোগান।
advertisement
1/7

সানা মকবুলের হাতে উঠল ‘বিগ বস ওটিটি ৩’-এর মুকুট। রণবীর শোরে এবং নায়েজিকে হারিয়ে ২৫ লাখ টাকা নগদ এবং ট্রফি জিতে নিলেন তিনি। গ্র্যান্ড ফিনালেতে র্যাপার নাভেদ শেখ ওরফে নায়েজি ও সানার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দর্শকদের সমর্থনে শেষ হাসি হাসেন সানা।
advertisement
2/7
তবে ফাইনাল নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। বিজয়ীর নাম ঘোষণার পরই তীব্র কটাক্ষ করেন অভিনেতা রণবীর শোরে। তাঁর মতে, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যাই যদি শেষ কথা হয়, তাহলে প্রতিযোগিতা করে লাভ কী!
advertisement
3/7
অভিনেতা যে ‘বিগ বস’ শো-কেই সরাসরি নিশানা করেছেন, সেটা বুঝতে অসুবিধা হয় না কারও। রণবীর বলেন, “কার কত সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স তার উপর ভিত্তি করে শো-তে রাখার চেয়ে, যার সবচেয়ে বেশি ফলোয়ার্স তাঁকেই সোজা ট্রফি দিয়ে দেওয়া ভাল।’’
advertisement
4/7
গ্র্যান্ড ফিনালতে উপস্থিত ছিলেন আরমান মালিক, পায়েল মালিক সহ সমস্ত প্রতিযোগিরাই। সঞ্চালক অনিল কাপুর সানা মকবুলের নাম ঘোষণা করতেই উল্লাসে ফেটে পড়েন উপস্থিত জনতা। ফাইনালের মঞ্চে তৈরি হয় বেশ কিছু আবেগঘন মুহূর্তও।
advertisement
5/7
প্রসঙ্গত, রণবীর শোরের একটি মন্তব্য নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল সোশ্যাল মিডিয়া। শো-তে এক প্রতিযোগিকে আক্ষেপ করে তিনি বলছেন, “কাজ থাকলে কি আর এখানে আসতাম!’’ নেটিজেনরা অবাক। রণবীরের মতো অভিনয়ের হাতে কাজ নেই, বিশ্বাস করতে পারছেন না অনেকেই।
advertisement
6/7
ফাইনালের আগে রণবীরকে কনফেশন রুমেও ডেকে পাঠানো হয়েছিল। সেখানে তাঁকে ভিডিও বার্তা দেন ‘বিগ বস ১৩-এর ফাইনালিস্ট শেহনাজ গিল। রণবীরকে চাঙ্গা করার চেষ্টা করেন তিনি। শো-এর পর প্রচুর কাজ পাবেন বলে সাহসও যোগান।
advertisement
7/7
শেহনাজ বলেন, “হ্যালো রণবীর স্যর। আপনাকে অনেক অভিনন্দন। সততার সঙ্গে খেলছেন। যে সততার সঙ্গে আপনি রূপালি পর্দায় অভিনয় করেন, শো–তেও সেই সততার সঙ্গে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছেন। আপনি সেরা ৫-এ পৌঁছে গিয়েছেন। আমি চাই, আপনি ট্রফি জিতে আসুন। যখন আপনি বাইরে আসবে, ভগবান যেন তখন আপনাকে অনেক অনেক কাজ দেয়।’’