Ranveer Singh - Mimi Chakraborty: রণবীরের নগ্ন ছবি নিয়ে তোলপাড়! কোনও মহিলা এমন করলে? মিমি প্রশ্ন তুলতেই বিতর্ক
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Ranveer Singh - Mimi Chakraborty: বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীও রণবীরের এই ছবি নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে শেয়ার করলেন।
advertisement
1/5

রণবীর সিং এর নগ্ন ফোটোশ্যুট ঘিরে সোশ্যাল মিডিয়ায় এক প্রকার তোলপাড় চলছে। নিউ ইয়র্কের এক ফ্যাশন ম্যাগাজিনে প্রচ্ছদের জন্যই এই ফোটোশ্যুট করেছেন রণবীর। ফোটোশ্য়ুটে দেখা যাচ্ছে, শরীরে অভিনেতার একটা সুতোও নেই। কখনও কার্পেটের উপর বসে বা শুয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
advertisement
2/5
এই ফোটোশ্যুটের প্রশংসা হচ্ছে নেট দুনিয়া জুড়ে। বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীও রণবীরের এই ছবি নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে শেয়ার করলেন। পাশাপাশি এই ন্যুড ফোটোশ্যুট যদি কোনও মহিলা করতেন, তা হলে তাকে কী না শুনতে হত, এই প্রশ্নও তোলেন তিনি।
advertisement
3/5
মিমি লেখেন, "নেট দুনিয়ায় আলোড়ন চলছে এই পোস্ট ঘিরে। সবাই ভাল মন্তব্য করছেন। কিন্তু ভাবছি বিষয়টা যদি সামান্য আলাদা হতো। যদি কোনও মহিলা এটা করতেন এভাবেই উৎসাহ দিতেন নাকি তাঁকে স্লাটশেম করা হত? আমরা সমান অধিকারের কথা বলি। কিন্তু কোথায় সে সব?"
advertisement
4/5
রণবীরের বরাবরের অভ্যেস সাহসি পদক্ষেপ করে ছক ভাঙা। এবারও ব্যতিক্রম হল না। একেবারে নগ্ন অবস্থায় ফোটোশ্যুট করলেন। বললেন, হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে তাঁর কোনও অসুবিধা নেই। এটা কোনও বড় ব্যাপারই নয় তাঁর কাছে।
advertisement
5/5
তাঁর কথায়, তিনি দর্শকদের সামনে নিজের মন ও আত্মাকে নগ্ন করেছে অভিনয়ের জন্য। ওটাই আসল নগ্নতা তাঁর কাছে। জানা যাচ্ছে, প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এই ফোটোশ্যুট করেছেন রণবীর। বার্ট রেনল্ডসও এমন ছক ভাঙা ফোটোশ্যুট করে বার বার খবরে উঠে আসতেন।