Ranojoy on Sohini-Shovan: ‘মানুষ যা ভাবে তা কি সবসময়ে সত্যি হয়...’ সোহিনী-শোভনের বিয়ে নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রেমিক রণজয় বিষ্ণু
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Ranojoy on Sohini-Shovan: আজ রণজয় কেমন আছেন? হবু দম্পতিকে নিয়ে কীই বা ভাবছেন তিনি? নিউজ18 বাংলার সঙ্গে কথা বলার সময় রণজয় সাফ জানিয়ে দিলেন, পরিবর্তনই একমাত্র সত্য।
advertisement
1/9

আর কয়েক ঘণ্টা। তারপরই দম্পতি হিসেবে প্রকাশ্যে আসবেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। হাজার হাজার ভক্তের মন ভেঙে বিয়ে করে নিচ্ছেন টলিউডের অভিনেত্রী।
advertisement
2/9
আজ, সোমবার দক্ষিণ কলকাতায় বিয়ের আসর বসবে সোহিনী এবং শোভনের। বলিউডি জমকালো বিয়েতে বিশ্বাসী নন গায়ক বা নায়িকা কেউই।
advertisement
3/9
তাই স্বল্প বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সারবেন জুটি। আজকের দিনেই ভক্তদের মনে পড়ে যাচ্ছে অন্য দুই তারকার কথা। রণজয় বিষ্ণু এবং স্বস্তিকা দত্ত।
advertisement
4/9
রণজয়ের সঙ্গে প্রেম ভাঙার পরেই খবর পাওয়া যায় শোভনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সোহিনী। ওদিকে স্বস্তিকার সঙ্গে ব্রেকআপের পর সোহিনীর প্রেমে পড়েন শোভন।
advertisement
5/9
আজ রণজয় কেমন আছেন? হবু দম্পতিকে নিয়ে কীই বা ভাবছেন তিনি? নিউজ18 বাংলার সঙ্গে কথা বলার সময় রণজয় সাফ জানিয়ে দিলেন, পরিবর্তনই একমাত্র সত্য।
advertisement
6/9
টলি নায়ককে প্রশ্ন করা হল, এক সময়ে তো সোহিনীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করতেন তিনি। কিন্তু আজকের সত্য তো একেবারে আলাদা।
advertisement
7/9
রণজয় বললেন, ‘‘পরিবর্তনই একমাত্র সত্য। ছোটবেলায় তো আমি ভাবতাম আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে মোটা অঙ্কের বেতনভুক্ত কর্মচারী হব। কিন্তু তা তো হয়নি। এখন আমি টলিউডের অভিনেতা।’’
advertisement
8/9
‘‘মানুষ যা ভাবে, তা কি আদৌ ঘটে সবসময়ে? তবে আসল কথা হল, সোহিনী এবং শোভনের বিয়ের খবরে আমি খুবই খুশি। সবারই খুশি হওয়ার কথা। কখনও দেখা হলে আমি শুভেচ্ছাও জানাব।’’
advertisement
9/9
রণজয়ের কথায়, ‘‘সোহিনী খুবই ভাল একজন মানুষ। ওর ভাল থাকার অধিকার আছে। আমি চিরকাল এটাই চাইব যে ভাল হোক ওর।’’