TRENDING:

Bollywood Actress: নরক যন্ত্রণা! গর্ভেই মৃত্যু সন্তানের, চলে যান 'ট্রমা'-য়, ৭ বছর চেষ্টার পরও...! মর্মান্তিক পরিণতি 'এই' বলি নায়িকার

Last Updated:
Bollywood Actress: নিজের ব্যক্তিগত জীবন কিংবা প্রেম-সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলতে তেমন একটা পছন্দ করেন না অভিনেত্রী। বরাবরই লাইমলাইট থেকে নিজের জীবনকে আড়ালে রাখেন তিনি৷
advertisement
1/7
নরক যন্ত্রণা! গর্ভেই মৃত্যু সন্তানের, 'ট্রমা'-য় চলে যান 'এই' বলি নায়িকা, তারপর
বাস্তবেই তিনি বলিউডের 'রানি' । রুপোলি দুনিয়ায় পা রাখার পর থেকেই একের পর এক ছবিতে অভিনয় করে তিনি নিজের জমি পাকিয়ে নিয়েছেন৷ তিনি আর কেউ নন, তিনি হলেন বাঙালি কন্যা রানি মুখোপাধ্যায়৷
advertisement
2/7
সদ্যই ৪৬-এ পা দিয়েছেন রানি মুখোপাধ্যায়৷ তাঁর অভিনয় জীবন নিয়ে চর্চা তো চলেই। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহল কম নয়। অভিনেত্রীর প্রেম-সম্পর্কের গুঞ্জনে কখনও কখনও মুখর হয়েছে সংবাদমাধ্যম। তবে রানি বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে কুলুপ এঁটেই থাকেন।
advertisement
3/7
নিজের ব্যক্তিগত জীবন কিংবা প্রেম-সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলতে তেমন একটা পছন্দ করেন না অভিনেত্রী। বরাবরই লাইমলাইট থেকে নিজের জীবনকে আড়ালে রাখেন রানি মুখোপাধ্যায়৷
advertisement
4/7
নিজের ব্যক্তিগত জীবনের চরম যন্ত্রণার কথা একাধিকবার সাক্ষাৎকার তুলে ধরেছেন অভিনেত্রী৷ যা বলতে গিয়ে আজও চোখে জল আসে নায়িকার৷
advertisement
5/7
রানি সাক্ষাৎকারে বলেন, ৭ বছর চেষ্টা করেও আদিরার জন্য একটা ভাই-বোন আনতে না পারেননি অভিনেত্রী৷ মেয়ে আদিরার বয়স এখন ৮ বছর৷ তবে ৮ বছরের মধ্যে এখন মেয়ের খেলার সঙ্গী এনে না দেওয়ার আফসোস আজও রয়েছে নায়িকার৷
advertisement
6/7
যন্ত্রণার কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, আমি দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করেছি দীর্ঘ ৭ বছর ধরে৷ একাধিকবার চেষ্টা চালিয়ে গেছি৷ তবে প্রেগন্যান্টও হয়েছিলাম৷ কিন্তু গর্ভেই নষ্ট হয়ে যায় সন্তান৷ শেষে কোভিড পরিস্থিতিতেই গর্ভপাত করতে হয়৷
advertisement
7/7
অভিনেত্রী আরও বলেন, বয়সটা আমার কাছে একটা ফ্যাক্টর৷ তবে এই বয়সে তো আর দ্বিতীয় প্ল্যানিং করা সম্ভব নয়৷ তবে যেটা আমার সঙ্গে হয়েছে সেটা ভীষণই যন্ত্রণাদায়ক৷ তবে যখনই ভেঙে পড়েছি তখন শুধু একটা কথাই ভেবেছে আমাদের যেটুকু আছে সেটাই সবচেয়ে খুশির৷ তবে আদিরাকে পাওয়াই জীবনে সবচেয়ে বড় মিরাকেল৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actress: নরক যন্ত্রণা! গর্ভেই মৃত্যু সন্তানের, চলে যান 'ট্রমা'-য়, ৭ বছর চেষ্টার পরও...! মর্মান্তিক পরিণতি 'এই' বলি নায়িকার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল