Kuch Kuch Hota Hain: শাহরুখ যে কাজলের বদলে আমার প্রেমে পড়বে, সেটা দর্শক মেনে নেবে তো? দুশ্চিন্তায় ছিলেন রানি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
শাহরুখ খান, কাজল এবং রানি মুখোপাধ্যায়ের ত্রিকোণ প্রেম। দেখতে দেখতে কেটে গেল ২৫টা বছর। সোমবার সেই ছবির বর্ষপূর্তিতে জড়ো হয়েছিলেন তারকারা।
advertisement
1/5

২৫ বছরে পা দিল বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি। ৯০ দশকে জন্ম নিয়েছিলেন যাঁরা, তাঁদের সঙ্গে প্রেমের পরিচয় হয় এই ছবি দিয়েই। ঠিকই ধরেছেন। করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’।
advertisement
2/5
শাহরুখ খান, কাজল এবং রানি মুখোপাধ্যায়ের ত্রিকোণ প্রেম। দেখতে দেখতে কেটে গেল ২৫টা বছর। সোমবার সেই ছবির বর্ষপূর্তিতে জড়ো হয়েছিলেন তারকারা।
advertisement
3/5
রানি মুখোপাধ্যায় আবেগতাড়িত হয়ে বললেন, এই মানুষগুলির সঙ্গেই আমি আমার কেরিয়ার শুরু করেছি। পরিবারের মতোই আমরা। এই ২৫ বছরে প্রত্যেকেই আমরা নিজের নিজের মতো এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি।
advertisement
4/5
তবে রানি নাকি খুবই দুশ্চিন্তায় ছিলেন। কারণ তার আগে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র মতো ছবিতে সুপারহিট হয়েছিল শাহরুখ-কাজলের জুটি। ‘কুছ কুছ হোতা হ্যায়’-তে সেই শাহরুখই প্রেমে পড়বেন রানির।
advertisement
5/5
রানির মনে প্রশ্ন জাগে, দর্শক এই প্রেম, এই গল্প মেনে নেবে তো? কিন্তু করণ তাঁকে আশ্বস্ত করেন, তাঁর উপর ভরসা রাখতে বলেন। তার পরিণতি যে খুব খারাপ হয়নি, তার প্রমাণ পেয়ে এসেছেন তাঁরা এই ২৫ বছর ধরে।