Ranbir Kapoor in Kolkata: ৪ বালতি মিষ্টি দই খেলাম, নিজেই চমকে উঠলেন রণবীর! আলু পোস্ত, সর্ষে মাছে পেটপুজো!
- Published by:Teesta Barman
Last Updated:
Ranbir Kapoor in Kolkata: অনুরাগ বসুর ছবি ‘বরফি’র সময়ে বেশ কিছুদিন কলকাতা, দার্জিলিং এবং রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে শ্যুট করেছিলেন। আর সেই থেকেই এই শহরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে রণবীর কাপুরের।
advertisement
1/5

এই শহরের সঙ্গে যোগসূত্র নতুন নয়। অনুরাগ বসুর ছবি ‘বরফি’র সময়ে বেশ কিছুদিন কলকাতা, দার্জিলিং এবং রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে শ্যুট করেছিলেন। আর সেই থেকেই এই শহরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে রণবীর কাপুরের। তা ছাড়া অয়ন মুখোপাধ্যায়, অনুরাগ বসুর মতো বাঙালি পরিচালকদের সঙ্গে একাধিক কাজ করেছেন তিনি।
advertisement
2/5
এবার ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবির প্রচারে শহরে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন বলি তারকা। লাভ রঞ্জনের ছবির হাত ধরে চেনা ছকে ফিরছেন রণবীর। ফের বহু দিন পর রোম্যান্টিক কমেডি ছবিতে দেখা যাবে তাঁকে। বিপরীতে শ্রদ্ধা কাপুর।
advertisement
3/5
শুধু নিজের ছবির প্রচার নয়, রবিবাসরীয় বিকেলে ক্রিকেটের নন্দনকানন ইডেনে সৌরভ এবং রণবীরের ম্যাচও হল। দাদার বলে পরপর ছক্কা হাঁকিয়েছেন তিনি। বিভিন্ন মহলে বহু দিন ধরেই জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে রণবীর কাপুরকেই দেখা যেতে চলেছে? সেই জন্যই কি সৌজন্য সাক্ষাৎ?
advertisement
4/5
ইডেনে পৌঁছনোর আগেই সাংবাদিকদের গুগলি দিলেন রণবীর। অভিনেতার কথায়, ‘‘দাদার বায়োপিকে আমি? কোনও প্রস্তাব আসেনি এই ছবির। দাদা একজন লিভিং লেজেন্ড। তাঁর বায়োপিক তো হবেই। কিন্তু আমার কাছে খবর নেই এই বিষয়ে কোনও। আমি আসলে কিশোর কুমারের বায়োপিক নিয়ে কাজ করছি। অনুরাগ বসুর সঙ্গে চিত্রনাট্য নিয়ে কাজ করছি।’’ কিন্তু তার পরেও দু’জনকে ইডেনে ক্রিকেটে মত্ত হতে দেখা গেল।
advertisement
5/5
সেই জল্পনার অবসান না হলেও কলকাতায় এসে যে বেশ আনন্দ করলেন রণবীর, তা স্পষ্ট। এবং শপিং মলে এসে সাংবাদিকদের বললেন, ‘‘এই শহরের মানুষ বড়ই ভাল। এবং শিল্প-সংস্কৃতিতে পরিপূর্ণ। কলকাতার খাবারও আমার খুব ভাল লাগে। আর তাই এখানে এসে প্রচুর খেয়ে নিয়েছি। আলু পোস্ত, সর্ষে মাছ। তা ছাড়া মিষ্টি দই আমার খুব প্রিয়। প্রায় ৪ বালতি দই খেলাম আমি!’’ বলতে বলতে নিজেই যেন চমকে উঠলেন রণবীর। কিন্তু শহরে এসে পেটপুজো যে মন্দ হয়নি, তা তাঁর মুখ দেখেই স্পষ্ট।