Animal Movie: শরীরে নেই এক টুকরো সুতো! সাফল্যের মাঝেই নায়িকার সঙ্গে রণবীরের নগ্ন দৃশ্য ফাঁস
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Animal Movie: 'অ্যানিমাল' নিয়ে চর্চা আপাতত তুঙ্গে। অস্বস্তিতে ফেলে দেওয়া 'হিংস্রতা' হোক বা রণবীর কাপুরের অভিনয়, সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত এই ছবি শিরোনামে জায়গা করে নিয়েছে।
advertisement
1/5

'অ্যানিমাল' নিয়ে চর্চা আপাতত তুঙ্গে। অস্বস্তিতে ফেলে দেওয়া 'হিংস্রতা' হোক বা রণবীর কাপুরের অভিনয়, সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত এই ছবি শিরোনামে জায়গা করে নিয়েছে।
advertisement
2/5
চর্চিত বিষয়ের তালিকায় রয়েছে বিশেষ একটি দৃশ্য। যা নিয়ে দর্শকমহলে তোলপাড়। কী এমন রয়েছে সেখানে?
advertisement
3/5
'অ্যানিমাল'-এ এক বিশেষ ভূমিকায় রয়েছেন 'বুলবুল' খ্যাত তৃপ্তি দিমরি। ছবিতে রণবীরের সঙ্গে তাঁর একটি ঘনিষ্ঠ দৃশ্যও রয়েছে। সেই দৃশ্যের জন্য রণবীর এবং তৃপ্তির গায়ে কোনও পোশাক ছিল না।
advertisement
4/5
রণবীর-তৃপ্তির সেই 'নগ্ন' দৃশ্য নিয়ে চর্চা আপাতত তুঙ্গে। দর্শকদের একাংশের দাবি, পরিবারের সঙ্গে এই ছবি দেখতে গিয়ে এক প্রকার অস্বস্তিতে পড়েছেন তাঁরা। অনেকেই আবার রণবীর এবং তৃপ্তির সাহসের প্রশংসা করেছে।
advertisement
5/5
পর্দায় আসতেই ছক্কা হাঁকিয়েছে 'অ্যানিমাল'। মাত্র দু'দিনেই ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। সাফল্যের এই দৌড় যে এখনই থামছে, তা বলার অপেক্ষা রাখে না।