Ranbir Kapoor Alia Bhatt wedding : বিয়ে করেছেন রণবীর-আলিয়া! কিন্তু মন ভাঙল টলি পাড়ার এই ৮ নায়িকার
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Ranbir Kapoor Alia Bhatt wedding : আরব সাগরের ধারে চারহাত এক করলেও এই বিয়েতে মন ভেঙেছে টলি পাড়ার কয়েকজন নায়িকাদের।
advertisement
1/9

এক সপ্তাহ হয়ে গেল রণবীর কাপুর ও আলিয়া ভাট বিয়ে করেছেন। আরব সাগরের ধারে চারহাত এক করলেও এই বিয়েতে মন ভেঙেছে টলি পাড়ার কয়েকজন নায়িকাদের। কারা তাঁরা দেখে নেওয়া যাক।
advertisement
2/9
অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রণবীর কাপুরের বড় অনুরাগী। তাঁর একটি ছবিও বাদ দেননি অভিনেত্রী। তাই হৃদয় ভেঙেছে সায়ন্তিকার।
advertisement
3/9
তুহিনা দাসও রণবীরের বড় ভক্ত। চিরকাল স্বপ্ন দেখেছেন রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার।
advertisement
4/9
রণবীর আলিয়ার বিয়েতে মোটের উপর খুশি ঈশা সাহা। তবুও পর্দার প্রিয় নায়ককে জামাই রূপে দেখে মন ভেঙেছে ঈশারও।
advertisement
5/9
পায়েলেরও পছন্দের অভিনেতা রণবীর। তাই অন্যান্য ভক্তদের মতোই মন ভেঙেছে নায়িকার।
advertisement
6/9
এমনিতে শুভেচ্ছা জানালেও মিমি চক্রবর্তীও কি একটু দুঃখ পেয়েছেন? তাঁরও পছন্দের অভিনেতা রণবীর।
advertisement
7/9
ছোট বেলা থেকেই মধুমিতা সরকারের ক্রাশ রণবীর। আর তাই হৃদয় ভেঙেছে নায়িকার।
advertisement
8/9
অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতারও প্রিয় অভিনেতা রণবীর। আর তাই মন ভেঙেছে তাঁকে বিয়ের পিঁড়িতে দেখে।
advertisement
9/9
রণবীরের বড় ভক্ত দর্শনা বণিক। তাই মন ভেঙেছে সুন্দরীর।