TRENDING:

Ranbir Kapoor Alia Bhatt wedding : একাধিক বাড়ি মুম্বই থেকে লন্ডনে! ৪টি দামী গাড়ি, রালিয়ার সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে

Last Updated:
Ranbir Kapoor Alia Bhatt wedding : জানেন কি রণবীর ও আলিয়ার মধ্যে কে বেশি ধনী? হিসেব করলে দেখা যাচ্ছে, দুজনের মধ্যে এগিয়ে আছেন আলিয়াই।
advertisement
1/12
একাধিক বাড়ি মুম্বই-লন্ডনে! ৪টি দামী গাড়ি, রালিয়ার সম্পত্তির পরিমাণ কত জানেন?
বলিউডের ধনী দম্পতিদের তালিকায় নতুন সংযোজন আলিয়া ভাট ও রণবীর কাপুর। পাঁচ বছরের সম্পর্ককে সম্প্রতি পরিণতি দিয়েছেন রণবীর ও আলিয়া। দুজনেই কেরিয়ারের দিক থেকে সফল ও বলিউডের প্রথম সারির তারকা। ছবিতে অভিনয় করে কোটি কোটি টাকার অর্জন করেন রণবীর ও আলিয়া দুজনেই।
advertisement
2/12
অভিনয়ের পাশাপাশি দুজনেই বহু ব্র্যান্ডের এনডোর্সমেন্টও করেন। দুজনের সম্পত্তির পরিমাণ মেলালে যে সংখ্যা দাঁড়ায় সেটা হল ৭০০ কোটি টাকা। তবে জানেন কি রণবীর ও আলিয়ার মধ্যে কে বেশি ধনী? হিসেব করলে দেখা যাচ্ছে, দুজনের মধ্যে এগিয়ে আছেন আলিয়াই।
advertisement
3/12
কাপুর পরিবারের নতুন বউয়ের ২০২১-এ সম্পত্তির পরিমাণ ৫১৭কোটি টাকা। সেই দিক থেকে বেশ খানিকটা পিছিয়ে আছেন রণবীর কাপুর।
advertisement
4/12
২০২১ সালের হিসেব অনুযায়ী রণবীরের মোট সম্পত্তির পরিমাণ ২০৩ কোটি টাকা। তবে নতুন বছরেও তাঁদের আয় উর্ধ্বমুখীই হয়েছে।
advertisement
5/12
.গত বছরের হিসেব দেখলে দুজনের মোট সম্পত্তির পরিমাণ ৭২০ টাকা। তবে এই বছরে ভাল ব্যবসা করেছে আলিয়ার গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। এছাড়া দুজনেই বেশ কিছু ব্র্যান্ডের এনডোর্সমেন্টও করেছেন।
advertisement
6/12
সূত্রের খবর একটি প্রোজেক্টের জন্য আলিয়া ১৫-১৮ কোটি টাকা পারিশ্রমিক নেন। ২০২১-এ Financial consultancy firm Duff and Phelps-এর মতে ভারতের ষষ্ঠ মূল্যবান সেলেব্রিটি তিনি।
advertisement
7/12
এক দিনের এনডোর্সমেন্ট শ্যুটের জন্য ২ কোটি টাকা নেন আলিয়া। বহু ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তিনি।
advertisement
8/12
আলিয়ার নিজস্ব একটি বাংলো আছে বান্দ্রাতে যার দাম ৩২ কোটি টাকা। এছাড়া তাঁর নতুন প্রযোজনা সংস্থার অফিস স্পেসের দাম ২ কোটি টাকা। লন্ডনেও একটি বাড়ি আছে আলিয়ার।
advertisement
9/12
গাড়ির মধ্যে আলিয়া ব্যবহার করেন ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ যার দাম ২ কোটি টাকা। এছাড়া রয়েছে তাঁর BMW 7 series যার দাম ১.৭৬ কোটি টাকা।
advertisement
10/12
রণবীর প্রতি ছবির জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন, যা আলিয়ার থেকে তিন গুণ বেশি। শেষ সঞ্জু ছবিতে দেখা গিয়েছে রণবীরকে, যেটি চার বছর আগে মুক্তি পেয়েছিল।
advertisement
11/12
সোশ্যাল মিডিয়ায় রণবীর নেই। তবুও বহু ব্র্যান্ডের পছন্দ তিনিই। OPPO, Tata AIG, Coca Cola, Oreo-র মতো ব্র্যান্ড এনডোর্স করেন তিনি। একটি ব্র্যান্ড শ্যুটের জন্য ৬ কোটি টাকা নেন তিনি।
advertisement
12/12
রণবীরের পালি হিলের বাড়ি অর্থাৎ বাস্তুর দাম ৩৫ কোটি টাকা। মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাভন-এ বিনিয়োগ করেন তিনি। একটি ল্য়ান্ড রোভার (২.৫ কোটি টাকা) ও একটি অডি আর৮ (২.৩ কোটি টাকা) রয়েছে তাঁর সংগ্রহে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ranbir Kapoor Alia Bhatt wedding : একাধিক বাড়ি মুম্বই থেকে লন্ডনে! ৪টি দামী গাড়ি, রালিয়ার সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল