TRENDING:

Ranajoy Bhattacharjee || Lagnajita Chakraborty: 'প্রেমে পড়া বারণ' দিয়ে শুরু, এবার লগ্নজিতা-রণজয়ের নতুন উপহার 'কবি স্কোয়ার'

Last Updated:
সেই 'প্রেমে পড়া বারণ' দিয়ে শুরু, এই সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালকের জুটি বাঙালির অন্যতম প্রিয়। তাঁরা হলেন লগ্নজিতা চক্রবর্তী ও রণজয় ভট্টাচার্য। আর এবার এই জুটি নিয়ে এসেছেন তাঁদের নতুন মিউজিক ভিডিও। দুই কবির জন্মদিনের মাসে জে এস ই মিউজিকের হাত ধরে এসেছে লগ্নজিতা-রণজয়-এর নতুন মিউজিক ভিডিও 'কবি স্কোয়ার'।
advertisement
1/5
'প্রেমে পড়া বারণ' দিয়ে শুরু, এবার লগ্নজিতা-রণজয়ের নতুন উপহার 'কবি স্কোয়ার'
সেই প্রেমে পড়া বারণ দিয়ে শুরু, এই সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালকের জুটি বাঙালির অন্যতম প্রিয়। তাঁরা হলেন লগ্নজিতা চক্রবর্তী ও রণজয় ভট্টাচার্য। আর এবার এই জুটি নিয়ে এসেছেন তাঁদের নতুন মিউজিক ভিডিও। দুই কবির জন্মদিনের মাসে জে এস ই মিউজিকের হাত ধরে এসেছে লগ্নজিতা-রণজয়-এর নতুন মিউজিক ভিডিও কবি স্কোয়ার।
advertisement
2/5
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গানকে এক অনবদ্য ফিউশন এর মধ্যে দিয়ে পরিবেশনা করেছেন এই মিউজিক ভিডিওর গান। মিউজিক ভিডিওর ক্রিয়েটিভ ডিরেক্টর 'জে এস ই মিউজিক'-এর কর্ণধার জোনাই বাগচী সিং। মিউজিক ভিডিওতে রবি ঠাকুরের গানের অংশ গেয়েছেন লগ্নজিতা, নজরুল গীতির অংশ পরিবেশন করেছেন রণজয় ভট্টাচার্য।
advertisement
3/5
গত ২৮ শে মে জে এস ই মিউজিক-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই গান।
advertisement
4/5
মিউজিক ভিডিও বিষয়ে লগ্নজিতা বলেন, "রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের গান ছাড়া তো বাংলা গানের বৃত্ত টা শেষ করা যায় না। যখন এই গানের প্রস্তাব আমার কাছে এল, তখন থেকেই খুব ভাল লেগেছিল। রবীন্দ্র সংগীত গাইতে সব সময়েই খুব ভাল লাগে, রণজয় এর নজরুলগীতি সত্যিই এই ফিউশনে অন্য মাত্রা এনে দিয়েছে।"
advertisement
5/5
অন্যদিকে রণজয় ও এই মিউজিক ভিডিওর অংশ হতে পেরে খুবই আনন্দিত। তিনি বলেন, " লগ্নজিতার সঙ্গে গান নিয়ে কাজ করা সব সময়েই খুব সুন্দর একটা অভিজ্ঞতা , এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। মিউজিক ভিডিওর জন্য সকলেই খুব যত্ন করে কাজ করেছে। আশা করি এই ফিউশন সকলের ভাল লাগবে।"
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ranajoy Bhattacharjee || Lagnajita Chakraborty: 'প্রেমে পড়া বারণ' দিয়ে শুরু, এবার লগ্নজিতা-রণজয়ের নতুন উপহার 'কবি স্কোয়ার'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল