TRENDING:

Arun Govil Net Worth: রামচন্দ্রের চরিত্রে আইকনিক অরুণ গোভিল কত টাকা পেতেন ‘রামায়ণ’ ধারাবাহিকে? এবার বিজেপির প্রার্থী তিনি

Last Updated:
Arun Govil Net Worth: ভারতীয় জনতা পার্টির হয়ে মেরঠের প্রার্থী হয়েছেন অভিনেতা অরুণ গোভিল। টিভি সিরিয়াল ‘রামায়ণে’ রামের ভূমিকায় অভিনয় করার জন‍্যই যাঁর দেশজোড়া খ‍্যাতি। এই সিরিয়ালে রামের ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান অরুন গোভিল। বর্তমানে রাজনীতিতে আসা অরুনের সম্পত্তির পরিমাণ কত জানেন কী?
advertisement
1/10
অরুণ গোভিল কত টাকা পেতেন ‘রামায়ণ’ ধারাবাহিকে? এবার বিজেপির প্রার্থী তিনি
ভারতীয় জনতা পার্টির হয়ে মেরঠের প্রার্থী হয়েছেন অভিনেতা অরুণ গোভিল। টিভি সিরিয়াল ‘রামায়ণে’ রামের ভূমিকায় অভিনয় করার জন‍্যই যাঁর দেশজোড়া খ‍্যাতি। এই সিরিয়ালে রামের ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান অরুন গোভিল। বর্তমানে রাজনীতিতে আসা অরুনের সম্পত্তির পরিমাণ কত জানেন কী?
advertisement
2/10
‘রামায়ণ’ সিরিয়ালে অভিনয়রে পরেই আমূল বদলে যায় অভিনেতা অরুন গোভিলের জীবন। রামের চরিত্রে দেশজোড়া খ‍্যাতি লাভ করেন তিনি। প্রচুর মানুষের ভালবাসার পাত্র হয়ে ওঠেন পর্দার রাম।
advertisement
3/10
এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন ‘রামায়ণ’ খ‍্যাত অভিনেতা। বিজেপীর এবারের লোকসভার প্রার্থী তালিকায় শুরু থেকেই রয়েছে বহু চমক।
advertisement
4/10
বিজেপির ঘোষিত প্রার্থী তালিকায় রয়েছে বহু তারকা প্রার্থীর নাম। হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে লড়ছে তাদের ‘ঘরের মেয়ে’ বলিউডের কঙ্গনা রানাউত৷ দীর্ঘদিন ধরেই গেরুয়া শিবিরের প্রতি তাঁর সমর্থন সর্বসমক্ষে প্রকাশ করে এসেছেন কঙ্গনা৷
advertisement
5/10
পাশাপাশি উত্তরপ্রদেশের মেরঠ থেকে প্রার্থী করা হয়েছে অভিনেতা অরুন গোভিলকে। প্রসঙ্গত, অরুণ গোভিল মেরঠেরই ভূমিপুত্র৷
advertisement
6/10
১৯৭৭ সালে মুক্তি পায় তার প্রথম ছবি 'পহেলি'। এর পর তিনি 'লাভ কুশ', 'শশুরাল', 'শিব মহিমা', 'গঙ্গা ধাম', 'জুদাই', 'জিও তো অ‍্যায়সে জিও', 'রাধা অউর সীতা', 'মুকাবলা'-র মতো অনেক ছবি করছেন। কিন্ত তাঁর সবচেয়ে বেশি ‘রামায়ণে’ অভিনয় করেই।
advertisement
7/10
অরুণ গোভিলের শিক্ষারামায়ণের অরুণ গোভিলের প্রাথমিক শিক্ষা মেরঠ থেকেই হয়েছিল। এরপর তিনি মেরঠের চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। পরে থিয়েটার ও অভিনয় জগতে আসেন অরুণ।
advertisement
8/10
১৯৭৫ সালে, অরুণ মুম্বাই আসেন এবং তার ভাইয়ের সঙ্গে থাকতে শুরু করেন। এর পরে তিনি ‘বিক্রম বেতালে’র একটি শোতে কাজ পান এবং তারপর রামায়ণে রামের ভূমিকায় সুযোগ পেয়েছিলেন।
advertisement
9/10
মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অরুণ গোভিল রামায়ণের প্রতিটি পর্বের জন্য ৫১,০০০ টাকা নিতেন। রামায়ণ সিরিয়ালে মোট ৮১টি পর্ব ছিল। সেইমতো তিনি এই পুরো সিরিয়ালের জন্য ৪০ লাখ টাকারও বেশি পেয়েছেন।
advertisement
10/10
প্রতিবেদন অনুযায়ী, অরুণ গোভিলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৮ কোটি টাকা। ২০২২ সালে, তিনি প্রায় ৬০ লক্ষ টাকার একটি বিলাসবহুল গাড়িও কিনেছেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও আয় করেন তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arun Govil Net Worth: রামচন্দ্রের চরিত্রে আইকনিক অরুণ গোভিল কত টাকা পেতেন ‘রামায়ণ’ ধারাবাহিকে? এবার বিজেপির প্রার্থী তিনি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল