পোস্টারেই চমক ! রামগোপাল ভার্মার ‘লেসবিয়ান ক্রাইম অ্যাকশন’ ছবি নিয়ে তোলপাড় নেট দুনিয়া !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
নিজের নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিচ্ছেন পরিচালক রামগোপাল ভার্মা ৷
advertisement
1/5

বলিউডে পরিচালক রামগোপাল ভার্মার আগের মতো সেই দাপট হয়তো আর নেই ৷ কিন্তু দক্ষিণী ফিল্মি ইন্ডাস্ট্রিতে বাকি সবাইকে পিছনে ফেলে দেওয়ার মতো ক্ষমতা এখনও তিনি রাখেন ৷ সম্প্রতি তিনি লঞ্চ করেছে নিজের ডিজিটাল প্ল্যাটফর্ম RGV World theater ৷ যেখানে তিনি একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ৷ (Dangerous Movie Still)
advertisement
2/5
রামগোপাল ভার্মার এই ডিজিটাল প্ল্যাটফর্মে বিনামূল্যে সিনেমার একটা ট্রেলার দেখারও উপায় নেই ৷ কিন্তু তাতে কী, দর্শকরা টাকা দিয়েই ট্রেলার, সিনেমা সব দেখছেন ৷ সিনেমা হলের মতো ডিজিটাল প্ল্যাটফর্মেও চলছে অগ্রিম বুকিংয়ের ব্যবস্থা ৷ তাই বলা বাহুল্য, লকডাউনের মধ্যেও দারুণ ব্যবসা করছে রামগোপালের RGV World theater ৷ (Dangerous Movie Still)
advertisement
3/5
নতুন একটি ছবির পোস্টার লঞ্চ হয়েছে ৷ যা দেখেই হইচই পড়ে গিয়েছে সর্বত্র ৷ সিনেমার নাম ‘ডেঞ্জারাস’ ৷ ছবিতে মূল চরিত্রেই অভিনয় করছেন বাঙালি অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় ৷ এই ছবি নিয়ে এত হইচইয়ের কারণ, ছবির নির্মাতাদের দাবি এটি ভারতের প্রথম ‘লেসবিয়ান ক্রাইম অ্যাকশন’ ছবি ৷ অর্থাৎ সমকামী সম্পর্ক নিয়ে এই প্রথমবার ক্রাইম অ্যাকশন সিনেমা এবার বানিয়ে ফেলেছেন রামগোপাল ৷ (Dangerous Movie Still)
advertisement
4/5
নিজের নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত মিয়া মালকোভার ‘ক্লাইম্যাক্স’, অভিনেত্রী সুইটি অভিনীত ‘নেকেড’ এবং অপ্সরা রানি এবং রকিকে নিয়ে ‘থ্রিলার’ ছবিগুলি ব্যাক টু ব্যাক রিলিজ করেছেন রামগোপাল ভার্মা ৷ এবার সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘ডেঞ্জারাস’ ছবিটি দেখার জন্য ৷ (Dangerous Movie Still)
advertisement
5/5
ছবির দুই মুখ্য চরিত্রে রয়েছেন নয়না গঙ্গোপাধ্যায় এবং অপ্সরা রানি ৷ যারা একে অপরের জন্য জীবন দিতে রাজি ৷ এমনকী, কারোর খুন করতেও ৷ সমকামিতা নিয়ে বলিউডে এর আগে বেশ কিছু ছবি হলেও তা সংখ্যায় খুব বেশি নয় ৷ এবার তাই নিজের ডিজিটাল প্ল্যাটফর্মেই ‘ডেঞ্জারাস’ রিলিজ করে সবাইকে চমকে দিতে প্রস্তুত রামগোপাল ভার্মা অ্যান্ড কোম্পানি ৷ (Dangerous Movie Still)