Rakhi Sawant-Adil Khan: রাখিকে ছেড়ে আবার বিয়ে! নতুন বউয়ের সঙ্গে সংসার পেতে আদিলের বিস্ফোরক মন্তব্য, চেনেন কি পাত্রীকে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Rakhi Sawant-Adil Khan: সোমির সঙ্গে বিয়ের প্রতিটি মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা একটি সহজ ও সুন্দর অনুষ্ঠান করে বিয়ে করেছি।’
advertisement
1/8

ফের বিয়ে করলেন আদিল খান দুরানি! নতুন সংসার পেতেই আগের বিয়েটিকে অস্বীকার করলেন রাখির সওয়ান্তের প্রাক্তন স্বামী। প্রথমে গুঞ্জন হিসেবে এই খবর ছড়িয়ে পড়ে এই খবর।
advertisement
2/8
তবে এর পরে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন আদিল। তাঁর কথায়, ‘‘এটাই আমার প্রথম বিয়ে।’’ বাকি তথ্য পরে বিস্তারিত জানাবেন বলে আশ্বাসও দিয়েছেন। তার পরেই কয়েক ঘণ্টা পরে নতুন বউয়ের সঙ্গে ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
advertisement
3/8
বৃহস্পতিবার আদিল বলেছেন, ‘‘আমরা এখন বেঙ্গালুরুতে আছি। আগামিকালই মুম্বই যাব। একটি আনুষ্ঠানিক ঘোষণা করব বিয়ের বিষয়ে। আমি খুব তাড়াতাড়ি বিস্তারিত সবকিছু জানাব।’’
advertisement
4/8
কিন্তু আদিলের কনে এবার কে? শোনা গিয়েছে, গত ২ মার্চ জয়পুরে বিয়ে করেছেন তাঁরা। রাখির মতোই এই পাত্রীও ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন।
advertisement
5/8
রিয়্যালিটি সিজনের ১২ নম্বর সিজনের প্রতিযোগী সোমি খানকে বিয়ে করলেন আদিল। সোমি তাঁর দিদি সাবা খানের সঙ্গে অংশ নিয়েছিলেন সলমন খানের শো-তে। যেবার জয়ীর ট্রফি নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী দীপিকা কক্কর।
advertisement
6/8
সোমির সঙ্গে বিয়ের প্রতিটি মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা একটি সহজ ও সুন্দর অনুষ্ঠান করে বিয়ে করেছি।’
advertisement
7/8
‘আমাদের পরিবার এবং বন্ধুদের ভালবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। আমরা স্বামী-স্ত্রী হিসেবে নতুন যাত্রা শুরু করতে চাই। একটি সুখী বিবাহিত জীবনের জন্য প্রার্থনায় আমাদের মনে রাখবেন।’
advertisement
8/8
আদিল এর আগে রাখিকে বিয়ে করেছিলেন। গত বছর আদিলের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকা-সহ আরও কয়েকটি অভিযোগ করার পর তাঁরা আলাদা হয়ে যান। এরপর আদিলকে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়।