TRENDING:

'দুর্গা হয়ে ত্রিশূল দিয়ে বধ করব' দীপক কলালকে রাখী সাওয়ান্তের ধমক

Last Updated:
রাখীর বড়বড় স্বপ্ন রয়েছে, ১২টি সন্তানের জন্ম দিয়ে ক্রিকেট টিম বানানোর, বিস্ফোরক দীপক
advertisement
1/5
'দুর্গা হয়ে ত্রিশূল দিয়ে বধ করব' দীপক কলালকে রাখী সাওয়ান্তের ধমক
বিয়ের পরেও খবরের শিরোনামে বলিউডের কন্ট্রভার্সি গার্ল রাখী সাওয়ান্ত ৷ বর্তমানে দীপক কলালের সঙ্গে নতুন নাটক শুরু হয়েছে ৷ এর আগে দীপক ৪ কোটি টাকা চেয়ে রাখীকে ধমক দিয়েছিলেন ৷ এরপরেই রাখীর স্বমী সম্পর্কে মন্তব্য করতেন ক্ষেপে গিয়েছিলেন রাখী সাওয়ান্ত ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/5
দীপক কলাল একটি বিডিও শেয়ার করেছেন ৷ সেখানে লেখা রয়েছে সম্পর্ক &$#&@! এমনই হয়ে থাকে ৷ তিনি আরও জানিয়েছেন দীপকের রাখীর জীবন নিয়ে বিশেষ আগ্রহ নেই ৷ রাখীর বড়বড় স্বপ্ন রয়েছে ৷ ১২টি সন্তানের জন্ম দিয়ে ক্রিকেট টিম বানানোর ৷ এই স্বপ্ন রীতেশকে দিয়ে পূরণ হবেনা ৷ তাই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/5
দীপক তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তাই দেখে রাখী ভক্তদের বার্তা দিয়েছেন তাঁরা যেন দীপককে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন ৷ এছাড়াও একটি ভিডিও শেয়ার করে দীপককে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/5
দীপককে রাখী জানিয়েছেন তিনি পতিব্রতা নারী ৷ তোমাকে পাতাল থেকেও টেনে বের করব দীপক ৷ তুমি আমার কালী বা দুর্গার রূপ দেখনি ৷ মা দুর্গা হলে ত্রিশূল দিয়ে বধ করব ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/5
২০১৮ সালে দীপক কলালের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করেছিলেন ৷ পরে তিনি এই বিষয়টি প্রচার বলেই আখ্যা দিয়েছেন ৷ ছবি সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
'দুর্গা হয়ে ত্রিশূল দিয়ে বধ করব' দীপক কলালকে রাখী সাওয়ান্তের ধমক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল