৫৪ বছর পরেও অমর হয়ে রয়েছে ‘আরাধনা’; বক্স অফিসে কামাল করেছিল রাজেশ খান্না-শর্মিলা ঠাকুরের জুটি
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Rajesh Khanna And Sharmila Tagore Starrer Aradhana Ran 50 Weeks In Theatres: আজ পুরনো একটি ফিল্মের বিষয়ে কথা বলব, যেটির বাজেট ছিল মাত্র ৮০ লক্ষ টাকা। কিন্তু ছবিটি মুক্তির পর তা আয় করেছিল প্রায় ৭ কোটি টাকা।
advertisement
1/6

প্রথম দিনেই একশো কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। এর পাশাপাশি চলতি বছরে ‘পাঠান’ এবং ‘গদর ২’-এর বক্স অফিস সংগ্রহও দুর্দান্ত। কিন্তু আজ পুরনো একটি ফিল্মের বিষয়ে কথা বলব, যেটির বাজেট ছিল মাত্র ৮০ লক্ষ টাকা। কিন্তু ছবিটি মুক্তির পর তা আয় করেছিল প্রায় ৭ কোটি টাকা। আজও এই ছবি এবং ছবির গান অমর হয়ে রয়েছে।
advertisement
2/6
৫৪ বছর আগে মুক্তি পাওয়া ছবিটি সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। কথা হচ্ছে, ‘আরাধনা’ ছবির। এই ছবিতে ছিলেন তৎকালীন সুপারস্টার রাজেশ খান্না। বিপরীতে ছিলেন সুন্দরী অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ছবিটি পরিচালনা করেছিলেন শক্তি সামন্ত। পরিচালকের ‘অমর প্রেম’, ‘কাটি পতং’ ছবিতেও কাজ করেছিলেন রাজেশ খান্না।
advertisement
3/6
কিন্তু ‘আরাধনা’ ছবিটি তাঁর কেরিয়ারকে এক নয়া উচ্চতায় পৌঁছে দিয়েছিল। এমনকী, অনেকেই এই ছবিকে রাজেশ খান্নার কেরিয়ারের টার্নিং পয়েন্টও বলে থাকেন। আর এখান থেকেই স্টারডমের স্বাদ পান অভিনেতা।
advertisement
4/6
১৯৬৯ সালে মুক্তি পেয়েছিল ‘আরাধনা’। সেই সময় চেন্নাইয়ে হিন্দির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চলছিল। হিন্দি বয়কট করা হয়েছিল। তবুও ‘আরাধনা’ ৫০ সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলেছিল। আসলে কিছু ছবি এমন ভাবে তৈরি করা হয়েছে, যা বোঝার জন্য দর্শকদের কোনও ভাষার প্রয়োজন হয় না। এই ‘আরাধনা’ ছবিও আরও একবার এটা প্রমাণ করে দিয়েছে। সাম্প্রতিক একটি অনুষ্ঠানে অভিনেত্রী শর্মিলা ঠাকুর আরাধনা প্রসঙ্গে বলেছিলেন যে, “এটা আমাদের সময়কার ‘আরআরআর’!’’
advertisement
5/6
ছবিটির গল্প বুনেছিলেন সচিন ভৌমিক। তবে একটা মজার বিষয় রয়েছে। আসলে ওই সময় শশী কাপুর অভিনীত ছবি ‘এক শ্রীমান এক শ্রীমতী’-র গল্প লিখেছেন সচিন। ফলে দু’টি ছবির শেষের দিকের গল্পটা অনেকটা একই রকম ছিল। আর এই কথাটা শক্তি সামন্ত জানতে পেরেই ছবিটি বাতিল করার সিদ্ধান্ত নেন। পরে গুলশন নন্দা তাঁকে কিছু পরিবর্তন করার পরামর্শ দেন। আর সেটা মেনেই এগোন পরিচালক। ছবিটি মুক্তির পরেই যেন ম্যাজিক হয়!
advertisement
6/6
‘আরাধনা’ হয়ে ওঠে কালজয়ী ছবি। সেই সঙ্গে রাজেশ খান্না-শর্মিলা ঠাকুরের জুটিকেও ভক্তরা ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন। এখানেই শেষ নয়, এই ছবিটির গানগুলিও সমান ভাবে সুপারহিট হয়। যা এখনকার দিনেও ভক্তদের মুখে মুখে ফেরে। আসলে রাজেশ এবং শর্মিলার দক্ষ আর শক্তিশালী অভিনয়, তাঁদের রসায়ন, ছবির গল্পের বুনন - সব মিলিয়েই বক্স অফিসে আলোড়ন ফেলে দিয়েছিল। ছবির ‘রূপ তেরা মস্তানা’ গানটি খুবই খ্যাতি পেয়েছিল।