Rajdeep Gupta: 'পঞ্চমী'তে কিঞ্জলের মৃত্যু! অভিনেতা কি বাদ পড়লেন? তা নিয়ে মুখ খুললেন রাজদীপ
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
তবে কিঞ্জলের মৃত্যুতেই শুরু হয় গুঞ্জন, যে পঞ্চমী থেকে সরে এসেছেন অভিনেতা রাজদীপ। আর সেই সব জল্পনাকে নস্যাৎ করে তিনি নিজের স্যোশাল মিডিয়ায় লেখেন যে 'পঞ্চমী'তে এখানেই তার পথ চলা শেষ। ভাগ করে নেন 'পঞ্চমী'র শ্যুট চলাকালীন নানা মুহূর্তে ছবি।
advertisement
1/6

২০২২ সালে স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল 'পঞ্চমী'। বাংলা ধারাবাহিকের জগতে এর আগে এভাবে নাগিনীর গল্প নিয়ে মেগা তেমনভাবে হয়নি। ফলে এই মেগা আসার সঙ্গে সঙ্গে দর্শকদের মনে জায়গা করে নেয়। এই মেগার হাত ধরে বহু বছর পর আবার ছোট পর্দায় প্রত্যাবর্তন করেন রাজদীপ গুপ্ত।
advertisement
2/6
গ্রামের মেয়ে পঞ্চমী। আসলে সে নাগ কন্যা। তার জন্ম দিয়েই তার মায়ের মৃত্যু হয়। যারা তাঁর মায়ের মৃত্যুর জন্য দায়ী তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তা মা অন্যান্য নাগিনীদের নির্দেশ দিয়ে যায়। কিন্তু পঞ্চমী তার আসল পরিচয় জানত না। যখন সে বড় হয়, তখন তাদের গ্রামে কিঞ্জলের রক্ষা কবচের সন্ধানে তার মায়ের গুরুদেব আসে পঞ্চমীর গ্রামে। সঙ্গে আসে কিঞ্জলও। সেখানে নানা ঘটনাচক্রে তাঁদের বিয়ে হয়ে যায়।
advertisement
3/6
তারপর শহরে আসে পঞ্চমী। কেউ প্রথমে তাঁকে বাড়ির বউ হিসেবে মেনে নেয় না এমন কী কিঞ্জলও নয়। পরে ধীরে ধীরে সবার মনে জায়গা করে নেয় সে। নানা ঘটনাচক্রে কিঞ্জলের জীবনে আসে চিত্রা। তারপর হয় নীলুর আবির্ভাব। নীলু পঞ্চমীকে নানা বিপদ থেকে রক্ষা করতে থাকে। কাছাকাছি আসে কিঞ্জল-পঞ্চমী। পৃথিবীতে আসে তাঁদের সন্তান। আর তারপরই দেখানো হয় কিঞ্জলের মৃত্যু।
advertisement
4/6
তবে কিঞ্জলের মৃত্যুতেই শুরু হয় গুঞ্জন, যে পঞ্চমী থেকে সরে এসেছেন অভিনেতা রাজদীপ। আর সেই সব জল্পনাকে নস্যাৎ করে তিনি নিজের স্যোশাল মিডিয়ায় লেখেন যে 'পঞ্চমী'তে এখানেই তার পথ চলা শেষ। ভাগ করে নেন 'পঞ্চমী'র শ্যুট চলাকালীন নানা মুহূর্তে ছবি।
advertisement
5/6
তিনি লিখেছেন 'প্রতিটি শুরুর একটি শেষ আছে, এবং প্রতিটি শেষ থেকেই হয় নতুন এক শুরু। 'কিঞ্জল' হিসাবে আমার পথ চলা এখানেই শেষ। সেটে কিছু মানুষের সঙ্গে প্রচুর ভালবাসা এবং মজার মুহূর্ত, কিছু পুরানো বন্ধুর সঙ্গে আবার করে দেখা হওয়া এবং কিছু নতুন মানুষের সঙ্গে আবার বন্ধুত্ব তৈরি হয়েছে। পঞ্চমী আমার সবচেয়ে কাছের একটি প্রজেক্ট। এর মধ্যে দিয়ে আবার অনেক বছর পর আমার টেলিভিশনে ফেরা। তবে আমি আর ফিরছি না। কারণ আমার যাত্রা এখানেই শেষ হল। তবে আমি কখনই মেগা ছাড়িনি..সবসময় এখানে ছিলাম এবং থাকবেও.. কিন্তু গল্পের চাহিদা অনুযায়ী পঞ্চমী সঙ্গে আমার যাত্রা এখানেই শেষ শেষ, এই জার্নিটা ছোট হলেও খুব মধুর ছিল।
advertisement
6/6
তিনি আরও বলেন, 'আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। নতুন আপডেট নিয়ে আবার আমি শীঘ্রই ফিরে আসব।'