Miss Earth India 2023: ডাক্তারি পড়তে পড়তেই ঝুলিতে মিস আর্থ ইন্ডিয়ার খেতাব! রাজস্থানের এই মেয়েকে চেনেন
- Published by:Sayani Rana
Last Updated:
Miss Earth India Priyan Saini :প্রিয়ান সাইনি মডেল হতেই চাননি, কোনও আগ্রহই ছিল না এই পেশায়। প্রিয়ান একবার একটি বিউটি পার্লারের হয়ে ফোটোশ্যুটের করেছিলেন। সেটি দেখে সেখানে সকলে তাঁর খুব প্রশংসা করেছিলেন। এতে তাঁর মডেলিংয়ের ইচ্ছা আরও বেড়ে যায়। এবার হয়েছেন মিস আর্থ ইন্ডিয়া।
advertisement
1/8

রাজস্থানের প্রিয়ান সাইনি জিতলেন মিস আর্থ ইন্ডিয়া ২০২৩-এর খেতাব। প্রিয়ান রাজস্থানের প্রথম মডেল যিনি এই শিরোপা জিতেছেন। তাঁর মডেলিং-এ আসার গল্প শুনলে অবাক হবেন আপনিও। তাঁর কেরিয়ারের শুরু হয়েছিল অপ্রত্যাশিত ভাবে।
advertisement
2/8
প্রিয়ান কোটায় এমবিবিএস পড়ছিলেন। সেখান থেকেই কী ভাবে তিনি মডেলিং-এর দুনিয়ায় পা রাখলেন এবং এই শিরোপা জিতলেন তা, সবটাই যেন এক রূপকথা। ডিসেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিত মিস আর্থ ২০২৩-এ ভারতের হয়ে তিনি প্রতিনিধিত্ব করবেন।
advertisement
3/8
দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মিস আর্থ ইন্ডিয়া ২০২৩ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সারা ভারত থেকে সেরা ১৬ ফাইনালিস্ট এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন।
advertisement
4/8
প্রিয়ান সেরা পারফরম্যান্স দিয়ে জিতে নেন সেরার খেতাব। প্রিয়ান মিস রাজস্থান ২০২২ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন।
advertisement
5/8
প্রিয়ান জানিয়েছিলেন যে, তিনি কখনও মডেল হতেই চাননি, কোনও আগ্রহীই ছিল না এই পেশায়।
advertisement
6/8
প্রিয়ান একবার একটি বিউটি পার্লারে হয়ে ফোটোশ্যুটের করেছিলেন। সেটি দেখে সেখানে সকলে তাঁর খুব প্রশংসা করেছিলেন। এতে অংশ নেওয়ার পর থেকেই তাঁর মডেলিংয়ের ইচ্ছা বেড়ে যায়।
advertisement
7/8
তারপরে ধীরে ধীরে তিনি মডেলিং কী, এটি কেমন, রাজস্থানের বিখ্যাত মডেল কারা এইসব নিয়ে চর্চা করতে থাকেন। পাশাপাশি কোটায় ডাক্তারি পড়াও চালিয়ে যান তিনি।
advertisement
8/8
একদিকে পড়াশোনার পাশাপাশি জয়পুর-সহ রাজস্থান জুড়ে মডেলিং ইভেন্টে অংশ নেওয়া দুটোই সমান ভাবে চালাছিলেন তিনি। এখন তার লক্ষ্য মিস আর্থ ২০২৩-এর খেতাব জেতা।