Bengali Serial: রাতে ঘুমতে পারছে না রাজা-মধুবনীর ছেলে কেশব! কী হল ছোট্ট সোনার? অবশেষে বড় খবর সামনে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অনেকে আবার প্রশ্ন করছেন যে কোনও শারীরিক সমস্যা হয়নি তো? এর পিছনে কোনও অজানা কারণ নেই তো? তাই জানতে চাইছে সকলে৷
advertisement
1/6

সিরিয়ালের খুবই পরিচিত মুখ রাজা গোস্বামী এবং তাঁর স্ত্রী মধুবনী৷ দু’জনেই নিয়মিত ভ্লগ করে৷ তাঁর নিজস্ব জীবনযাপনের ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন৷ রাজাকে বিভিন্ন বাংলা ধারাবাহিকে দেখা যায়৷ তবে মধুবনী সন্তানের জন্মের পর টেলিভিশন থেকে সরে গিয়েছেন৷ তিনি আপাতত সংসার-সন্তান এবং নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত৷
advertisement
2/6
এদের মধ্যে এখন অনেকটা লাইমলাইট কেড়ে নিয়েছে তাঁদের ছেলে কেশব৷ খুবই আদুরে ছোট ছেলে কেশব৷ খুবই ছোট ছেলে, সারাদিন নানা কাণ্ড করে বেরায় এবং মিষ্টি মিষ্টি কথা বলে, যা দেখতে খুব ভালবাসেন রাজা-মধুবনীর ভক্তরা৷ এখন তো আবার কেশবেরও বেশি ভক্ত হয়েছে!
advertisement
3/6
এখন সেই কেশব রাতের ঘুম হারিয়েছে৷ বিছানায় শুলেও তার ঘুম আসছে না৷ সারাদিনই প্রায় তার চোখে ঘুম নেই৷ যার জেরে চিন্তায় পড়েছেন তার বাবা-মা৷ কী হল ছেলের?
advertisement
4/6
অনেকে আবার প্রশ্ন করছেন যে কোনও শারীরিক সমস্যা হয়নি তো? এর পিছনে কোনও অজানা কারণ নেই তো? তাই জানতে চাইছে সকলে৷
advertisement
5/6
একটি ভিডিওতে আসল কারণ জানা গিয়েছে৷ জানিয়েছেন কেশব নিজেই৷
advertisement
6/6
বাচ্চা, তাই নানা রকম খেলনা নিয়ে খেলে কেশব৷ সেই মতো বাবা-মা নিয়মিত তাকে খেলনা কিনেও দেয়৷ এবার কেশবকে একটা কিচেন সেট কিনে দিয়েছেন বাবা রাজা৷ তা নিয়েই ব্যস্ত ছোট্ট কেশব৷ রাতদিন এই খেলনা নিয়ে সে ব্যস্ত৷ এই কিচেন সেট এখন তার ধ্যানে-জ্ঞানে! তাহলে বুঝলেন তো কেন রাতের ঘুম হারিয়েছে রাজা-মধুবনীর ছেলে কেশব!