TRENDING:

Raj Kiran Missing: স্ত্রী ছেড়ে যাওয়ার পর থেকে অবসাদ, হঠাৎ নিরুদ্দেশ! আজ ৩০ বছর নিখোঁজ বলিউডের 'চকোলেট' হিরো রাজ কিরণ!

Last Updated:
Raj Kiran Missing: আশির দশকের জনপ্রিয় অভিনেতা রাজ কিরণ। কর্জ, অর্থ, রাজ তিলক, তেরি মেহেরবানিয়া, এক নয়া রিস্তা-র মতো হিট ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি হারিয়ে গেলেন কী ভাবে?
advertisement
1/9
স্ত্রী ছেড়ে যাওয়ার পর থেকে অবসাদ, হঠাৎ নিরুদ্দেশ! আজ ৩০ বছর নিখোঁজ বলি নায়ক রাজ কিরণ
'তুম ইতনা জো মুসকুরা রহে হো, কেয়া গম হ‍্যায় জিসকো ছুপা রাহে হো!' জগজিৎ সিং-এর গাওয়া এই গান বলিউডে 'অর্থ' ছবিতে দেখা শোনা গিয়েছিল। দেখা গিয়েছিল রাজ কিরণের লিপে। আইকনিক গজলটি যে অভিনেতার মুখে দেখা গিয়েছিল, সেই নায়ক রাজ কিরণ আজও নিরুদ্দেশ।
advertisement
2/9
কেমন আছেন তিনি, কোথায় আছেন, বেঁচে রয়েছেন কি না-- তা নিয়ে কোনও খোঁজ নেই। বলিউডে তাঁর সহকর্মী থেকে স্ত্রী-মেয়ে কেউই তাঁর খোঁজ পাননি আজও। অভিনেতার মেয়ে ঋষিকা দাবি করেছেন, তাঁদের কাছে রাজ কিরণের কোনও খবর নেই।
advertisement
3/9
আশির দশকের জনপ্রিয় অভিনেতা রাজ কিরণ। রুপোলি পর্দা, গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য থেকে হারিয়ে গেলেন কী ভাবে? কর্জ, অর্থ, রাজ তিলক, তেরি মেহেরবানিয়া, এক নয়া রিস্তা-র মতো হিট ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। সালটা ১৯৭৫। বলিউডে রাজ কিরণের আত্মপ্রকাশ হয় কাগজ কি নাও ছবিতে, বিপরীতে ছিলেন সারিকা।
advertisement
4/9
ফর্সা, ছিমছাম চেহারা, মাথায় ঘন চুল, নায়কসুলভ চেহারা। আশির দশকে একের পর এক ছবির প্রস্তাব পেতে শুরু করেন। কিন্তু নব্বইয়ের দশকে হঠাৎই উধাও হয়ে যান তিনি। 'কর্জ' ছবিটি করার সময় থেকে ঋষি কাপুরের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় তাঁর।
advertisement
5/9
দীর্ঘ দিন দেখতে না পাওয়ায় বন্ধুর খোঁজ শুরু করেন ঋষি। রাজের সন্ধান চেয়ে সমাজমাধ্যমে পোস্ট দেন অভিনেত্রী দীপ্তি নাভাল। তার পর কী হল এই অভিনেতার? কোথায় হারিয়ে গেলেন তিনি?
advertisement
6/9
জানা যায়, সেখানে এক মানসিক স্বাস্থ্যকেন্দ্রে রয়েছেন রাজ। এক সাক্ষাৎকারে ঋষি কাপুর বলেছিলেন, "আমি অনেক বছর ধরে ওকে খুঁজছিলাম, দুশ্চিন্তা হত, আদৌ বেঁচে আছে তো! শুনলাম, আটালান্টার এক মানসিক স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। ওর দাদাই খোঁজটা দেন। খবরটা শোনার পর থেকেই ওঁর ফোন নম্বর জোগাড় করার চেষ্টা করেছি বহু বার। অবশেষে দেখা করতে যাই। সেখানে জানতে পারি রাজ আমেরিকায় নেই। রাজের স্ত্রী-মেয়ে জানান কোনও দিনও সে ওখানে ছিলই না।"
advertisement
7/9
দীর্ঘ বেশ কিছু বছর ধরেই নিখোঁজ এই অভিনেতা। বিভিন্ন সময় তাঁকে নিয়ে উঠে এসেছে নানা চমকপ্রদ তথ্য। কখনও শোনা গিয়েছে, তিনি মুম্বইয়ে কোনও মানসিক স্বাস্থ্যকেন্দ্রে রয়েছেন। কেউ বলেছেন সুদূর আমেরিকায় রয়েছেন।
advertisement
8/9
স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগতে থাকেন রাজ। তার পরই এক দিন নিখোঁজ হয়ে যান। রাজ কিরণের স্ত্রী ও মেয়ে আজও তাঁর অপেক্ষায় রয়েছেন।
advertisement
9/9
কিন্তু রাজ কিরণ নিরুদ্দেশ। আজও খোঁজ নেই ৮০-র দশকের এই চকোলেট বয় নায়কের। অদ্ভুত ভাবে এক অজানা জগতে হারিয়ে গিয়েছেন উদীয়মান তারকা অভিনেতা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Raj Kiran Missing: স্ত্রী ছেড়ে যাওয়ার পর থেকে অবসাদ, হঠাৎ নিরুদ্দেশ! আজ ৩০ বছর নিখোঁজ বলিউডের 'চকোলেট' হিরো রাজ কিরণ!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল