Subhashree Ganguly: আমিই প্রিয় মাসি হব, সন্দেহ নেই! শুভশ্রীর দিদির থেকেও যেন বেশি উত্তেজিত বলি তারকা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Subhashree Ganguly: আর ঘনিষ্ঠ বন্ধুর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তাই যে ন আবেগের বাঁধ ধরে রাখতে পারেননি মৌনী। বোঝাই যাচ্ছে, ইউভানের মতো রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তানও একাধিক মাসির আদর পাবে।
advertisement
1/10

দ্বিতীয় বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার, ২৭ জুন, সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করতেই রাজ চক্রবর্তীর ঘরনিকে নিয়ে হইহই চারদিকে।
advertisement
2/10
ইউভান চক্রবর্তী এবার দাদা হতে চলেছে। তাঁর মা-বাবার কোলে ফের সন্তান আসতে চলেছে। ইনস্টাগ্রাম জুড়ে টলিউডের তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন সকলে।
advertisement
3/10
সেই তালিকায় জ্বলজ্বল করছে বলি তারকার নাম। মুম্বইয়ের বাঙালিনী, কোচবিহারের কন্যা মৌনী রায় প্রবল উত্তেজিত। তা প্রকাশ পেল ইনস্টাগ্রামে।
advertisement
4/10
রাজের পোস্টে লিখলেন, ‘ছোট্ট একরত্তির জন্য অনেক ভালবাসা। আমি যে প্রিয় মাসি হব সে বিষয়ে কোনও সন্দেহই নেই।’ স্টোরিও দিয়েছেন ইনস্টাগ্রামে।
advertisement
5/10
কিন্তু শুভশ্রীর দিদি অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের থেকে যেন বেশি উত্তেজিত মৌনী। ‘ডান্স বাংলা ডান্স’-এর শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী এবং মৌনী বিচারকের আসনে।
advertisement
6/10
আর এর পর থেকেই তিন জনের বন্ধুত্ব যেন নজির গড়েছে। টলি ও বলি নায়িকাদের মধ্যে এই বন্ধুত্বের প্রকাশ বারবার ঘটে ইনস্টাগ্রামে।
advertisement
7/10
আর ঘনিষ্ঠ বন্ধুর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তাই যে ন আবেগের বাঁধ ধরে রাখতে পারেননি মৌনী। বোঝাই যাচ্ছে, ইউভানের মতো রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তানও একাধিক মাসির আদর পাবে।
advertisement
8/10
তবে দেবশ্রী নিউজ18 বাংলাকে জানিয়েছেন, তিনি অত্যন্ত আনন্দ পেয়েছেন পরিবারে নতুন সদস্য আসার খবরে। নায়িকাবলেন, ‘‘আমি অনেক দিন ধরেই ওদের প্ল্যান করতে বলেছিলাম। শুভশ্রী নিজেও জানত না প্রথমে।’’
advertisement
9/10
‘‘একদিন আমরা দুুপুরে গল্প করছিলাম। তখন ও আমাকে এই খবরটা দেয়। আমি শুনে কেঁদে ফেলেছিলাম। শুভশ্রীর দ্বিতীয় সন্তান যেন আমাদের জীবনে মিরাকল বেবি।’’
advertisement
10/10
তাই রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তান যে বলি থেকে টলি নায়িকাদের চোখের মণি হয়ে উঠবে তাতে কোনও সন্দেহ নেই। মৌনী হোক বা শ্রাবন্তী অথবা দেবশ্রী।