TRENDING:

Subhashree Ganguly: আমিই প্রিয় মাসি হব, সন্দেহ নেই! শুভশ্রীর দিদির থেকেও যেন বেশি উত্তেজিত বলি তারকা

Last Updated:
Subhashree Ganguly: আর ঘনিষ্ঠ বন্ধুর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তাই যে ন আবেগের বাঁধ ধরে রাখতে পারেননি মৌনী। বোঝাই যাচ্ছে, ইউভানের মতো রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তানও একাধিক মাসির আদর পাবে।
advertisement
1/10
আমিই প্রিয় মাসি হব, সন্দেহ নেই! শুভশ্রীর দিদির থেকেও যেন বেশি উত্তেজিত বলি তারকা
দ্বিতীয় বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার, ২৭ জুন, সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করতেই রাজ চক্রবর্তীর ঘরনিকে নিয়ে হইহই চারদিকে।
advertisement
2/10
ইউভান চক্রবর্তী এবার দাদা হতে চলেছে। তাঁর মা-বাবার কোলে ফের সন্তান আসতে চলেছে। ইনস্টাগ্রাম জুড়ে টলিউডের তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন সকলে।
advertisement
3/10
সেই তালিকায় জ্বলজ্বল করছে বলি তারকার নাম। মুম্বইয়ের বাঙালিনী, কোচবিহারের কন্যা মৌনী রায় প্রবল উত্তেজিত। তা প্রকাশ পেল ইনস্টাগ্রামে।
advertisement
4/10
রাজের পোস্টে লিখলেন, ‘ছোট্ট একরত্তির জন্য অনেক ভালবাসা। আমি যে প্রিয় মাসি হব সে বিষয়ে কোনও সন্দেহই নেই।’ স্টোরিও দিয়েছেন ইনস্টাগ্রামে।
advertisement
5/10
কিন্তু শুভশ্রীর দিদি অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের থেকে যেন বেশি উত্তেজিত মৌনী। ‘ডান্স বাংলা ডান্স’-এর শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী এবং মৌনী বিচারকের আসনে।
advertisement
6/10
আর এর পর থেকেই তিন জনের বন্ধুত্ব যেন নজির গড়েছে। টলি ও বলি নায়িকাদের মধ্যে এই বন্ধুত্বের প্রকাশ বারবার ঘটে ইনস্টাগ্রামে।
advertisement
7/10
আর ঘনিষ্ঠ বন্ধুর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তাই যে ন আবেগের বাঁধ ধরে রাখতে পারেননি মৌনী। বোঝাই যাচ্ছে, ইউভানের মতো রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তানও একাধিক মাসির আদর পাবে।
advertisement
8/10
তবে দেবশ্রী নিউজ18 বাংলাকে জানিয়েছেন, তিনি অত্যন্ত আনন্দ পেয়েছেন পরিবারে নতুন সদস্য আসার খবরে। নায়িকাবলেন, ‘‘আমি অনেক দিন ধরেই ওদের প্ল্যান করতে বলেছিলাম। শুভশ্রী নিজেও জানত না প্রথমে।’’
advertisement
9/10
‘‘একদিন আমরা দুুপুরে গল্প করছিলাম। তখন ও আমাকে এই খবরটা দেয়। আমি শুনে কেঁদে ফেলেছিলাম। শুভশ্রীর দ্বিতীয় সন্তান যেন আমাদের জীবনে মিরাকল বেবি।’’
advertisement
10/10
তাই রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তান যে বলি থেকে টলি নায়িকাদের চোখের মণি হয়ে উঠবে তাতে কোনও সন্দেহ নেই। মৌনী হোক বা শ্রাবন্তী অথবা দেবশ্রী।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Subhashree Ganguly: আমিই প্রিয় মাসি হব, সন্দেহ নেই! শুভশ্রীর দিদির থেকেও যেন বেশি উত্তেজিত বলি তারকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল