Raj Chakraborty-Subhashree Ganguly: 'এত যে টাকা দিলাম...'! রাজকে অচিরেই বলে উঠলেন শুভশ্রী, তা হলে কি বিবাদের শুরু
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Raj Chakraborty-Subhashree Ganguly: অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ থামিয়ে রাখেননি শুভশ্রী। রাজের সঙ্গে পাল্লা দিয়ে 'আবার প্রলয়'-এর প্রচারে অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি একটি র্যাপিড ফায়ার রাউন্ডও খেলেন তারকা-দম্পতি।
advertisement
1/6

মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। খুব শীঘ্রই তিন থেকে চার হতে চলেছেন তাঁরা। আপাতত তারই অপেক্ষায় হবু মা। স্ত্রীর যত্নে কোনও ত্রুটি রাখছেন না রাজ চক্রবর্তীও।
advertisement
2/6
অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ থামিয়ে রাখেননি শুভশ্রী। রাজের সঙ্গে পাল্লা দিয়ে 'আবার প্রলয়'-এর প্রচারে অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি একটি র্যাপিড ফায়ার রাউন্ডও খেলেন তারকা-দম্পতি।
advertisement
3/6
রাজকে প্রশ্ন করা হয়, স্ত্রী না প্রযোজক, কোন ক্ষেত্রে এগিয়ে শুভশ্রী? একটুও সময় না নিয়েই রাজের স্বতঃস্ফূর্ত উত্তর, "স্ত্রী হিসাবে অবশ্যই।"
advertisement
4/6
স্বামীর উত্তরে মুগ্ধ শুভশ্রী। কিন্তু মুহূর্তেই পাল্টা প্রশ্ন করেন, "আর প্রোডিউসার হিসাবে? এত টাকা যে দিলাম। সেই বানাব, এই বানাব, ওই বানাব, তাই বানাব।"
advertisement
5/6
শুভশ্রীকে তাঁর কথা শেষ না করতে দিয়েই নিজের যুক্তি দিলেন রাজ। আরও একবার স্ত্রীর প্রশংসা করে বললেন, "প্রোডিউসার আমি সহজে পেয়ে যাব। কিন্তু তোমার মতো বউ পাওয়া কঠিন।"
advertisement
6/6
স্বামীর কথা শুনে হাসি আটকাতে পারেননি শুভশ্রী। দু'জনের খুনসুটিতে বুঁদ অনুরাগীরাও।