Subhasharee Ganguly: শুভশ্রীর একরত্তি ছেলের ছবি নিয়ে এ কী কাণ্ড! কেন চর্চায় মাত্র বছর চারেকের ইউভান
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Subhasharee Ganguly: ছেলে ইউভানের ছবি মাঝেমধ্যেই নেটমাধ্যমে পোস্ট করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তেমনই বেশ কিছু মাস আগে একরত্তি শঙ্খ বাজানোর ছবি অনুরাগীদের ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। সেই ছবিই এবার 'ফেক নিউজ' হিসাবে চাউর হল চারদিকে।
advertisement
1/5

ছেলে ইউভানের ছবি মাঝেমধ্যেই নেটমাধ্যমে পোস্ট করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তেমনই বেশ কিছু মাস আগে একরত্তি শঙ্খ বাজানোর ছবি অনুরাগীদের ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। সেই ছবিই এবার 'ফেক নিউজ' হিসাবে চাউর হল চারদিকে।
advertisement
2/5
আরজি কর কাণ্ডের প্রতিবাদে কিছুদিন আগে শঙ্খ বাজিয়েছিলেন অনেকেই। 'রাত দখল' কর্মসূচী যাঁরা আয়োজন করেছিলেন, সেই উদ্যোক্তাদের তরফে যদিও জানানো হয়েছিল যে, তাঁরা শাঁখ বাজানোর বার্তা কোনও ভাবেই কোথাও দেননি।
advertisement
3/5
সম্প্রতি নেটমাধ্যমে ইউভানের শঙ্খ বাজানোর ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি দিয়ে লেখা হয়, 'শাঁখ বাজিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানালো অভিনেত্রী শুভশ্রীর ছোট্ট ছেলে ইউভান।'
advertisement
4/5
তবে আদতে তা ঘটেনি। ইউভানের আগের ছবি নিয়েই এই ধরনের ভুল তথ্য দেওয়া হয়েছে। সেই শঙ্খ ইউভান রাত দখলের রাতে নয়, তার অনেক বাজিয়েছিল।
advertisement
5/5
মহিলা জুনিয়র চিকিৎসকের খুন এবং নির্মম হত্যার জন্য বিচার চেয়ে স্বাধীনতা দিবসের প্রাক-লগ্নে কলকাতা-সহ গোটা বাংলার মেয়েরা রাস্তায় নেমেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন শুভশ্রীও। দোষীদের কড়া শাস্তি চেয়ে সকলের সঙ্গে পা মিলিয়েছিলেন।