Bengali Actress | Imran Khan | Hugh Grant: ইমরান খানের পাশে বসে খুদে বঙ্গ তনয়া, কে জানেন? বাকি ছবি দেখে তো আরও চমকে যাবেন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
স্মৃতির সরণি বেয়ে হাঁটতে কার না ভাল লাগে! আমরাও তো মনখারাপ করা অলস দুপুরে প্রায়ই পুরনো অ্যালবাম ঘাঁটতে বসি৷ সেলেবদেরই বা তেমনটা হবে না কেন?
advertisement
1/9

স্মৃতির সরণি বেয়ে হাঁটতে কার না ভাল লাগে! আমরাও তো মনখারাপ করা অলস দুপুরে প্রায়ই পুরনো অ্যালবাম ঘাঁটতে বসি৷ সেলেবদেরই বা তেমনটা হবে না কেন?
advertisement
2/9
কিছুদিন আগেই নিজেদের ছোট বেলার বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন এই বং সেলেব্রিটি৷
advertisement
3/9
কে নেই সেই সব ছবির তালিকায়? পাক ক্রিকেটার তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান থেকে শুরু করে ‘নটিং হিল’খ্যাত হলিউড অভিনেতা হিউ গ্রান্ট৷ এই বঙ্গ তনয়ার সঙ্গে ছবি রয়েছে সকলেরই৷
advertisement
4/9
এমনকি, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির সঙ্গেও ছবি তুলেছেন এই অভিনেত্রী এবং তাঁর বোন৷
advertisement
5/9
ইনি আর কেউ নন, রাইমা সেন৷ বোন রিয়া এবং তাঁর নিজের ছোটবেলার একাধিক ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন রাইমা৷
advertisement
6/9
সাদা স্ট্রাইপ শার্ট ও ব্লু জিনস পরিহিত গ্রান্টের দুই পাশে বসে রয়েছেন খুদে সেন সিস্টার্স৷ সম্ভবত, হিউ গ্রান্ট যখন মির্চা ইলিয়াদের বিখ্যাত বই ‘লা নুই বেঙ্গলি’র উপরে নির্মিত সিনেমার শ্যুটিং-এ কলকাতায় এসেছিলেন, ছবিটি সেই সময়ে তোলা৷
advertisement
7/9
এরপরের ছবিতেই রাজীব গান্ধির সঙ্গে দেখা যাচ্ছে সেন সিস্টার্সকে৷
advertisement
8/9
তৃতীয় ছবিতে প্রাক্তন পাক ক্রিকেটার ইমরান খানের সঙ্গে বসে রয়েছেন রাইমা এবং রিয়া৷ সঙ্গে ছবিতে রয়েছেন, তাঁদের মা মুনমুন সেনও৷ ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে রাইমা লিখেছেন, ‘হিডেন জেমস’৷ সঙ্গেএকটা স্টার ইমোজি৷
advertisement
9/9
কয়েক দিন আগে দিদিমা সুচিত্রা সেনের একাধিক সাদা-কালো ছবিও শেয়ার করেছিলেন রাইমা৷