Dev-Raghu Dakat: সেভকেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়েই ছবির প্রচার শুরু, দুই নায়িকাকে পাশে নিয়ে পুজো দিলেন দেব, রইল ছবি
- Reported by:Ricktik Bhattacharjee
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Dev-Raghu Dakat: হঠাৎই শহরের জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব পৌঁছালেন শিলিগুড়ির সেভকেশ্বরী কালী মন্দিরে। তিনি তার নতুন ছবি ‘রঘু ডাকাত’ এর প্রচারের জন্য শহরে উপস্থিত হয়েছেন। সকালেই মন্দিরে এসে দেব পুজো দেন। সঙ্গে ছিলেন তার সিনেমার পুরো কলা-কুশলীরা।
advertisement
1/4

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : হঠাৎই শহরের জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব পৌঁছালেন শিলিগুড়ির সেভকেশ্বরী কালী মন্দিরে। তিনি তার নতুন ছবি ‘রঘু ডাকাত’ এর প্রচারের জন্য শহরে উপস্থিত হয়েছেন। সকালেই মন্দিরে এসে দেব পুজো দেন। সঙ্গে ছিলেন তার সিনেমার পুরো কলা-কুশলীরা।
advertisement
2/4
মন্দিরে দেবের উপস্থিতি এক অনন্য মুহূর্ত তৈরি করে। ভক্তরা তাকে ঘিরে ধরে স্বাক্ষর ও ছবি তোলার জন্য এগিয়ে আসেন। এই পুজো অনুষ্ঠান যেন ভক্তদের জন্য এক বিশেষ অভিজ্ঞতায় পরিণত হয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/4
পুজো শেষে দেব সরাসরি শহরে এসে তার সিনেমার প্রচার কার্যক্রম শুরু করবেন বলে জানা যায়। পাশাপাশি বিকেলে শহরের একটি বেসরকারি শপিংমলে অনুষ্ঠিত প্রমোশনাল অনুষ্ঠানে দেব ও তার নতুন ছবির কলাকুশলীরা উপস্থিত থাকবেন বলেও জানা যায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/4
আজকের এই আয়োজন পুরোপুরি পুজো দিয়ে শুরু হওয়া দিনটিকে সিনেমা ও ভক্তদের মিলনমেলায় পরিণত করেছে। দেবের সঙ্গে ভক্তদের ঘনিষ্ঠ মুহূর্ত শহরের মানুষের কাছে এক উৎসবের অনুভূতি তৈরি করেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য