TRENDING:

Rafiath Rashid Mithila: ভারতে মিথিলার প্রথম ছবির প্রিমিয়ারে চাঁদের হাট! উপস্থিত ছিলেন তাঁর বিশেষ মানুষটিও

Last Updated:
এই ছবিতে রাফিয়াত রশিদ মিথিলা-সহ বাংলার ১৯ জন বিখ্যাত অভিনেতা রয়েছেন। এটি ভারতে মিথিলার প্রথম ছবি।
advertisement
1/7
ভারতে মিথিলার প্রথম ছবির প্রিমিয়ারে চাঁদের হাট! ছিলেন তাঁর বিশেষ মানুষটিও
বড় পর্দায় আবার ফিরল ম্যাকবেথ, নতুন রূপে। এর আগেরো ম্যাকবেথ নিয়ে নানা কাজ হয়েছে। আর এবার ম্যাকবেথ থেকে অনুপ্রাণিত, রাজর্ষি দে-র পরিচালিত মায়া মুক্তি পেল বড় পর্দায়।
advertisement
2/7
লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ লোভ, হৃদয়হীনতা এবং নিরঙ্কুশ ক্ষমতার আষ্ফলন, দুর্নীতিকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির গল্প। মূল প্লটের মধ্যে বেশ কয়েকটি চরিত্র ও সাবপ্লট নিয়ে এই জমজমাট এই ছবি।
advertisement
3/7
বাংলায় এর আগেও উইলিয়াম শেক্সপিয়রের 'ম্যাকবেথ' থেকে অনুপ্রাণিত হয়েছে 'মন্দার'। তবে সেটি দেখা গিয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। তাই বলাই যায় এই ছবিটি চলচ্চিত্র হিসেবে বাংলা ভাষায়  প্রথম ম্যাকবেথের রূপান্তর।
advertisement
4/7
চলচ্চিত্রটির অফিসিয়াল গ্র‍্যান্ড প্রিমিয়ার হয়েছে শহরের নামী একটি মলে। সেখানে ছবি কলাকুশলী থেকে ইন্ড্রাস্টির বহু তারকার ছিল উজ্জ্বল উপস্থিতি।
advertisement
5/7
এই ছবিতে রাফিয়াত রশিদ মিথিলা-সহ বাংলার ১৯ জন বিখ্যাত অভিনেতা রয়েছেন। এটি ভারতে মিথিলার প্রথম ছবি। প্রিমিয়ার উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়।
advertisement
6/7
রাজর্ষি দে পরিচালিত, আবার কাঞ্চনজঙ্ঘার বিশাল সাফল্যের পর এই ছবি। ছবিতে মিথিলা ছাড়াও ছিলেন তনুশ্রী চক্রবর্তী, রিচা শর্মা, কনিনিকা ব্যানার্জী, সুদীপ্তা চক্রবর্তী, রনিতা দাশ, রাতশ্রী দত্ত, দেবলীনা কুমার, সুদীপ্তা ব্যানার্জী, সায়ন্তনী গুহঠাকুরতা, কমলেশ্বর মুখার্জি, রাহুল চক্রবর্তী, গোয়েন্দার চৌধুরী, অরুণোদয় ব্যানার্জী, অনিন্দ্য চ্যাটার্জি, ইশান মজুমদার, রোহিত ব্যানার্জী, অসীম রায় চৌধুরী এবং কান সিং সোধা।
advertisement
7/7
পরিচালক রাজর্ষি দে বলেন, 'এটি এখনও পর্যন্ত আমার সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি কিন্তু আমি নিজেকে যথেষ্ট  ভাগ্যবান মনে করি কারণ এত ভাল ভাল অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।"
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rafiath Rashid Mithila: ভারতে মিথিলার প্রথম ছবির প্রিমিয়ারে চাঁদের হাট! উপস্থিত ছিলেন তাঁর বিশেষ মানুষটিও
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল