ছোটবেলায় ছিলেন 'টম বয়', মেতে থাকতেন ক্রিকেটে, সেই রাধিকাই এখন বলিউডের হার্টথ্রব
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কখনও অভিনয়ে আসার কথা ভাবেনি রাধিকা। নাচ নিয়েই থাকবেন ভেবেছিলেন
advertisement
1/7

পরন্ত বিকেলে লাল বিকিনিতে লাস্যময়ী রাধিকা মদন
advertisement
2/7
একতা কাপুরের হাত ধরেই অভিনয়ে আসা রাধিকার
advertisement
3/7
১৯৯৫ সালে ১ মে দিল্লির একটি পঞ্জাবি পরিবারে জন্ম রাধিকার। মথুরা রোডের দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা। তারপর জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে স্নাতক হন।
advertisement
4/7
রাধিকার বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং মা চিত্রশিল্পী।
advertisement
5/7
ছোট থেকেই নাচের প্রতি কৌতূহল ছিল রাধিকার। জ্যাজ, হিপ-হপ, ব্যালে— সব রকম নাচে প্রশিক্ষিত তিনি। নিজের নাচের স্কুলও খুলে ফেলেছিলেন।
advertisement
6/7
ছোটবেলায় সারাক্ষণই ক্রিকেট খেলতে ব্যস্ত থাকতেন রাধিকা, আচরণ ছিল টম-বয় প্রকৃতির।
advertisement
7/7
কখনও অভিনয়ে আসার কথা ভাবেনি রাধিকা। নাচ নিয়েই থাকবেন ভেবেছিলেন