Radhika Apte Baby Pictures: কাজের ফাঁকেই স্তন্যপান করাচ্ছেন সন্তানকে... ইনস্টাগ্রামে চরম সাহসী ছবি পোস্ট রাধিকা আপ্তের! ছেলে হল না মেয়ে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে রাধিকা লিখেছেন, ‘সন্তান হওয়ার পর এটা আমার প্রথম কাজের মিটিং। সঙ্গে আমার এক সপ্তাহ বয়সী সন্তান।’
advertisement
1/7

এক মাস হল মা হয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি তাঁর ফিল্ম সিস্টার মিডনাইটের বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল স্ক্রিনিংয়ে রেড কার্পেট থেকে কিছু ছবি শেয়ার করেছিলেন রাধিকা। ছবিতে, তাঁর বেবি বাম্প স্পষ্ট৷ যার পরে ভক্তরা তাঁকে যারপরনাই অভিনন্দন জানিয়েছেন।
advertisement
2/7
রাধিকা আপ্তে বিয়ে করেছেন ১৪ বছর হল। ২০১২ সালে অভিনেত্রী, ব্রিটিশ বেহালা বাদক এবং সঙ্গীতশিল্পী বেনেডিক্ট টেলরকে বিয়ে করেছিলেন। দুজনেই তাদের বিয়েকে লাইমলাইট থেকে দূরে রাখেন। জানলে অবাক হবেন যে তার কোন বিয়ের ছবি নেই।
advertisement
3/7
প্রচারের আলো থেকে বরাবরই অনেকটা দূরে। বলিউড থেকে হলিউড, সর্বত্রই তাঁপ অবাধ যাতায়াত। অন্তহীন ছবির মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন আম-বাঙালির ঘরের লোক। অভিনয়টা চুটিয়ে করেন তিনি।
advertisement
4/7
কখনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা অবস্থায় লন্ডন ফিল্ম ফেস্টিভালে হাজির হয়ে রাধিকা প্রমাণ করে দিয়েছিলেন তিনি আদপেই সবার থেকে আলাদা।
advertisement
5/7
সম্প্রতি একটি ছবি ভাগ করে নিয়েছেন রাধিকা। ছবিতে তাঁকে সন্তানকে খাওয়াতে দেখা গিয়েছে। কাজের মাঝেই সন্তানকে কোলে নিয়ে স্তন্যদানের ছবি শেয়ার করেছেন তিনি। হাতে ল্যাপটপ, কোলে একরত্তি সন্তান।
advertisement
6/7
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে রাধিকা লিখেছেন, ‘সন্তান হওয়ার পর এটা আমার প্রথম কাজের মিটিং। সঙ্গে আমার এক সপ্তাহ বয়সী সন্তান।’
advertisement
7/7
বলিউডেই সীমাবদ্ধ নেই তিনি। বলি গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ময়দানেও রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন রাধিকা আপ্তে। একের পর এক ছবিতে অভিনয় করে রীতিমতো দর্শকদের মন জয় করে নিয়েছেন রাধিকা। বি-টাউনের প্রথমসারির অভিনেত্রীর মধ্যে নিঃসন্দেহে বলা যায় রাধিকা আপ্তের নাম। ডি-গ্ল্যাম লুকের বাইরেও সাহসী অভিনেত্রী হিসেবেও যথেষ্ঠ নামডাক রয়েছে রাধিকার। বরাবরই ভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন।