Radhika Apte: 'নিজের শরীর নিয়ে লজ্জা কীসের'! সাহসী দৃশ্য নিয়ে রাধিকার মন্তব্য শুনলে শিউরে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Radhika Apte: সম্প্রতি শেহনাজ গিলের জনপ্রিয় চ্যাট শো 'দেশি ভাইবস'- এ উপস্থিত ছিলেন রাধিকা আপ্তে৷ পড়াশোনা, কেরিয়ার, ওটিটিতে অভিনয় সব নিয়েই মুখ খোলেন অভিনেত্রী৷
advertisement
1/5

ডি-গ্ল্যাম লুকের বাইরেও অন্যভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাধিকা আপ্তে। বলিউডের সাহসী অভিনেত্রী হিসেবেও যথেষ্ঠ নামডাক রয়েছে রাধিকার। অভিনেত্রীকে নিয়ে চর্চা হামেশাই লেগেই রয়েছে৷
advertisement
2/5
সম্প্রতি শেহনাজ গিলের জনপ্রিয় চ্যাট শো 'দেশি ভাইবস'- এ উপস্থিত ছিলেন রাধিকা আপ্তে৷ পড়াশোনা, কেরিয়ার, ওটিটিতে অভিনয় সব নিয়েই মুখ খোলেন অভিনেত্রী৷ রাধিকার প্রশংসায় পঞ্চমুখ শেহনাজ সাহসী দৃশ্য নিয়ে প্রশ্ন করেন রাধিকাকে৷ যা শুনে খুব সাবলীল ভাবেই উত্তর দেন অভিনেত্রী৷
advertisement
3/5
রাধিকাকে শেহনাজ প্রশ্ন করেন, 'সাহসী দৃশ্যে কীভাবে এত সুন্দর করে অভিনয় করেন?' রাধিকা জবাবে বলেন, 'আমার মনে হয় না নিজের শরীর নিয়ে লজ্জার কিছু আছে। যেটা সবচেয়ে খারাপ সেটা হল, শরীর নিয়ে লজ্জা সমাজ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যেটা নিয়ে আদতে লজ্জা পাওয়ার মতো কিছুই নেই। আমরা তো শরীরটা নিয়েই পৃথিবীতে এসেছি,তাই শরীরকে লজ্জা নয় বরং সম্মান করা উচিত'।
advertisement
4/5
রাধিকা আরও জানিয়েছেন, 'আমার মা ও বাবা দুজনেই চিকিসক। তারা এতটাই শরীর নিয়ে কাটাছেড়া করেন,তাই এটাকে সাহসী বলে মনেই করি না। বরং এটাকে ভীষণ পিছিয়ে পড়া ভাবনা বলেই মনে হয়। আমি নিজেও কখনও শরীর নিয়ে লজ্জা পাইনি কারণ আমি নিজেকে ভালবাসি এবং নিজের শরীরকেও ভালবাসি'।
advertisement
5/5
রাধিকা আরও জানিয়েছেন, 'আমার মা ও বাবা দুজনেই চিকিসক। তারা এতটাই শরীর নিয়ে কাটাছেড়া করেন,তাই এটাকে সাহসী বলে মনেই করি না। বরং এটাকে ভীষণ পিছিয়ে পড়া ভাবনা বলেই মনে হয়। আমি নিজেও কখনও শরীর নিয়ে লজ্জা পাইনি কারণ আমি নিজেকে ভালবাসি এবং নিজের শরীরকেও ভালবাসি'।