TRENDING:

Raashii Khanna: চেয়েছিলেন আইএএস অফিসার হতে, চলছিল প্রস্তুতিও, লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে কেন পা রাখলেন অভিনেত্রী?

Last Updated:
পড়াশোনায় বরাবরই ভীষণ ভাল এই নায়িকা চেয়েছিলেন আইএএস অফিসার হতে, চলছিল প্রস্তুতি, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে এগোচ্ছিলেন রাশি খান্না। তার পর?
advertisement
1/7
চেয়েছিলেন IAS অফিসার হতে, লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে কেন পা রাখলেন অভিনেত্রী?
সুন্দরী তিনি বটেই। তাঁর কোমরের বাঁকে, হাসির মাধুর্যে মুগ্ধ হয়েছেন অনেকেই। এ সব সম্বল করেই মডেলিং, বলিউড এবং দক্ষিণী ছবির জগতে এক অতি পরিচিত নাম রাশি খান্না। তবে, সব সময়ে যে সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার মিশেল ঘটে, এমনটা নয়। রাশির ক্ষেত্রে কিন্তু সেটাও মিলে গিয়েছে।
advertisement
2/7
পড়াশোনায় বরাবরই ভীষণ ভাল এই নায়িকা চেয়েছিলেন আইএএস অফিসার হতে, চলছিল প্রস্তুতি, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে এগোচ্ছিলেন রাশি। তার পর?
advertisement
3/7
সে কথায় আসার আগে নায়িকার জবানবন্দিটা জানা দরকার। এক সাক্ষাৎকারে অকপটে বলেছিলেন তিনি, ‘‘আমি কোনও দিনই মেডেল বা নায়িকা হতে চাইনি। প্রথমে আমার গায়িকা হওয়ার সাধ ছিল। তবে, পরে আইএএস অফিসার হব ঠিক করি। প্রশাসনিক এই পদের যোগ্য হওয়ার জন্য পড়াশোনাও শুরু করে দিয়েছিলাম।’’
advertisement
4/7
আইএএস পরীক্ষা খুব সহজ নয়। তবে, রাশির পক্ষে সেই প্রস্তুতিপর্ব নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের গ্র্যাজুয়েট তিনি, পড়াশোনায় স্কুলবয়স থেকেই তুখোড়। ভাগ্যের চাকা ঘুরল অন্য ভাবে।
advertisement
5/7
আসলে, ইউপিএসসি পরীক্ষার পড়াশোনা যখন চলছিল, সেই সময়ে রাশি এক অ্যাডভারটাইজমেন্ট এজেন্সিতে কপিরাইটারের কাজ করতেন। সেখানে কাজের সূত্রেই তাঁর কাছে মডেলিংয়ের অফার আসতে থাকতে।
advertisement
6/7
এর পরে সুজিত সরকারের ম্যাড্রাস কাফে ছবিতে ২০১৩ সালে আত্মপ্রকাশ, তিনি নায়কের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। পর্দায় উপস্থিতি খুব একটা বেশি না হলেও তিনি সবার নজর কেড়েছিলেন।
advertisement
7/7
এর পরে আর ফিরে তাকাতে হয়নি। রাশি দক্ষিণী ছবির জগতেও নিজের জায়গা করে নেন। শোনা যায় ছবি পিছু তিনি পারিশ্রমিক নেন ১ কোটি টাকা, তাঁর মোট সম্পদের পরিমাণ এখন ৬৬ কোটি টাকা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Raashii Khanna: চেয়েছিলেন আইএএস অফিসার হতে, চলছিল প্রস্তুতিও, লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে কেন পা রাখলেন অভিনেত্রী?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল